২৯ মার্চ, ২০১৩

মা এবং বৌ ছাড়া কারো সাথে অভিমান করবা না, কেউ মূল্য দিবে না

মাধ্যমিকে একজন খুব বিনয়ী ইংরেজি শিক্ষক আমাদের ক্লাস নিতেন, যার হাসিমুখ দেখলে মন ভালো হয়ে যেত। একদিন ক্লাসে স্যার beauty নিয়ে পড়ানোর সময় হঠাৎ উপদেশ হিসেবে মুখ উপচানো হাসি দিয়ে বললেন, "If you see anyone beautiful, remain 100 yards far of it" তিনি এই বক্তব্যের ব্যাখ্যাতে বুঝিয়েছিলেন যে beauty distracts our minds, it brings possibility for us to make mistakes. আমি স্কুল জীবন থেকে ব্যক্তিগত ডায়েরি ছিলো, তাতে এটা টুকে রেখেছিলাম। আমি ফিলোসফিক্যাল যেসব জিনিসই শিখতাম স্যারদের কাছে, সেসবই তুলে রাখতাম। সেক্যুলার শিক্ষাব্যবস্থাতে এই উপদেশগুলোই হৃদয়-মনের খোরাক ছিলো। তখন তো আর হাসান আল বাসরি, ইমাম গাজ্জালি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিমদের মতন মানুষদের জানতাম না, তাদের আলোকিত শান্তির বাণী জানার সুযোগ ছিলো না। সেই সময়ে আগ্রহে হোক আর অনাগ্রহে হোক, স্যারের কথাটা মাথায় রাখার চেষ্টা করেছিলাম। ওইরকম সুন্দরে বিভ্রান্ত হয়ে বন্ধুরা যখন ঝাঁপ পেড়ে জীবন জটিল করত, তখন আমি ১০০হাত দূরে মনকে সরানোর চেষ্টা করতাম। মনে পড়তেই হাসি পেলো, কী অদ্ভুত আমাদের কৈশোর!


একজন ছোটভাই একটু আগে জিজ্ঞাসা করলো, "ভাই মাইন্ড করেছেন নাকি?" ওকে উত্তর দিতে গিয়ে আমার আরেকজন ইংরেজি স্যারের কথা মনে পড়লো। তিনি ক্লাসে একদিন এক কথার প্রসঙ্গে বলেছিলেন, "মা এবং বৌ ছাড়া কারো সাথে অভিমান করবা না, কেউ তার মূল্য দিবে না।" এই কথাটাও ডায়েরিতে লিখেছিলাম সম্ভবত। এত বছর পর মনে পড়ে গেলো। কথাগুলো লিখতে গিয়ে মনে হলো, আল্লাহ আমাদেরকে যে কতরকম উপায়ে, কত মানুষের কাছ থেকে বার্তা পাঠিয়ে দেন যেন আমরা শিক্ষাগ্রহন করি। খুব কমই বোধহয় আমরা নিতে পারি। আমরা শিক্ষাগ্রহণের চাইতে অন্তরকে বদ্ধ করে মানুষের খুঁত ধরতেই বেশি আগ্রহী হয়ে পড়ি। অথচ একটু হৃদয় মনকে উন্মুক্ত করলেই হয়ত আমরা আবর্জনা থেকে মূল্যবান রত্নও পেয়ে যেতে পারি...

[২৯ মার্চ, ২০১৩]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে