৯ জুল, ২০১১

আঁধারের পথে

অন্ধকার গুহার মাঝে থেকে বাইরের আলো মাঝে মাঝে চুইয়ে আসতে দেখে অনেকবার স্বপ্ন দেখেছিলাম ওই আলোতে যাওয়ার। তারপর মুক্তির উপত্যকায় যাবো বলে... প্রার্থনা করেছি শত-সহস্রবার ওই আলোর স্পর্শে নিজেকে ধন্য করবো বলে। অথচ এই গুহা থেকে বের হবার পথ আমি খুঁজে পেতাম না। গহন কালো আঁধারে নক্ষত্রালোকের আলোও চোখে আসতো না। ক্লান্ত হয়ে ফিরে আসতো দৃষ্টিরা, ফিরে আসতো হৃদয়ের অনুভূতিরা -- যারা শান্তি খোঁজে।

একদিন দিক নির্দেশনা পেলাম সেই অন্ধকার থেকে মুক্তির, আলোর পথে যাবার। দিনের আলোর উদ্ভাসনে নিজেকে বিলিয়ে দিতে একটুও অপারগ ছিলাম না। যাদের নির্দেশনায় সেই আলোর দেখা পেলাম, তাদের প্রতি কৃতজ্ঞতায় আকন্ঠ নিমজ্জিত ছিলাম অজস্রকাল।

একজন একজন করে সবাই ফেলে চলে গেলো একাকী নির্জন অরণ্যে। শ্বাপদদের মাঝে একান্ত একা। আমি চিৎকার করে ডাকি। সবাই হারিয়ে গেছে। আমি হতবিহবল হয়ে কাঁদতে থাকি। আমার চিৎকার কেউ শুনতে পায় না। আমি অনোন্যপায় হয়ে ফিরে যেতে থাকি সেই গুহায়। যেখানে অন্ধকার, যেখানে বিষাক্ত বিচ্ছুর দল আছে। কিন্তু হিংস্র শ্বাপদের ভয় নেই। আর অল্পকাল সঙ্গী পেলে হয়ত চলে যেতে পারতাম মুক্তির উপত্যকায়। যেখানে যুদ্ধ চলে একদল শীর্ণকায় সাদা মনের মানুষদের সাথে হিংস্র অসুরদের। সেই সাধারণ মানুষদের চোখে মুখে দৃঢ়তার ছাপ, হৃদয়ে সুন্দরতম স্বপ্ন। সেই স্বপ্ন অসুরদের হাতে মৃত্যুর ভয়কে অতিক্রম করে যায়। ঝর্ণার পানিতে অবগাহন করে তারা একদিন ফেলবে স্বস্তির নিঃশ্বাস... সেই ঝর্ণার কোমলতা তাদের হাতছানি দিয়ে ডাকে।

আমি গল্প শুনতাম গুহাবাসী এক বৃদ্ধের কাছে। তিনি বলে গিয়েছিলেন অজস্র ঘটনা। মাঝে মাঝে পাখিদের কাছে শুনতে পাই খবর। আমার বিশ্বাস দৃঢ় হয়। তবু আমি জানি। আমি শূণ্যচারী। আমি আজ নিঃস্ব। আমি আজ নিঃসঙ্গ গ্রহচারী। এই আঁধারের মাঝে পড়ে থেকে স্বপ্ন দেখা যায়না। একদিন অসুরের দল আমাকে একলা পেয়ে তেড়ে নিয়ে চলে যাবে সেই উপত্যকায়। যেখানে হয়ত ছিটকে গেলেই পড়ে যাবো অতল গহবরে। যার নিচে শুনেছিলাম আগুণের কুন্ডলী। ভয়ে স্তব্ধ হয়ে যায় অনুভূতিগুলো! কাঁপতে থাকে হাত-পা-অন্তরাত্মা...


আজ যেন সবই গল্প। একলা দাঁড়িয়ে হতবুদ্ধি হয়ে আমি আবার অন্ধকার গুহায় ফিরে যাই। গ্রাস করে নিতে তাকে অন্ধকার। খানিক পরেই হয়ত পথ হারিয়ে যাবে আমার। আবার সেই সরীসৃপের মত করে বেঁচে থাকা । আবার হারিয়ে যাবো এই হতাশায়, আবার হারিয়ে যাবো বিষাক্ততায়। তারপর? পরিণাম তো সেই গল্পের মতই! আমি তো আর নতুন কেউ নই! কেবল ইতিহাসের উপাত্তে নব্য সংযোজন...

হয়ত হারিয়ে যাবার আগে এই-ই আমার শেষ চিৎকার....