১০ জানু, ২০১৩

আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাকেই ভুলিয়ে দিবেন

আলহামদুলিল্লাহ ! জীবনের আরেকটা প্রশ্নের উত্তর পেলাম। অনেকদিন যাবত নিজের উপরে প্রচন্ড বিরক্ত হয়ে শুধু চারপাশ থেকে খুঁজছিলাম আমার প্রশ্নের উত্তর। হযরত ইবরাহিম আলাইহিস সালাম এবং হযরত যাকারিয়া আলাইহিস সালামের জীবন জানতে গিয়ে অন্ধকার কেটে গেলো! আজকে মনে হচ্ছে, নিজের জন্য খুব শক্তপোক্ত একটা রিমাইন্ডার দরকার, নিজেই যেন নিজেকে সবসময় বোঝাতে পারি -- আমাদের জীবনের যত *ধরণের* সমস্যা ও প্রশ্ন তার সবই উত্তর ও সমাধান হিসেবে এই দুনিয়ার মাঝে ছড়িয়ে আছে। সেরা মানুষগুলোর জীবনের মাঝেই। শুধু জানতেই যত দেরি। তাই প্রচুর চেষ্টা করতে হবে জ্ঞানার্জনের...

হায়! ঈমান যদি মজবুত থাকে তাহলে মুসলিম হিসেবে কখনই আমাদের শরীরের-চারপাশের সমস্যাগুলো অন্তরকে স্পর্শ করতে পারার কথা ছিলনা। এই একটা কথাকেই জীবনে ক'দিন পর পর নিত্য নতুন উপায়ে উপলব্ধি করি। বারবার নিজের ক্ষুদ্রতা আর অজ্ঞতা দেখে লজ্জিত হই। নিশ্চয়ই সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ, সমস্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র কল্যাণ কেবল তারই রাহমাত, মুসলিমদের জীবনের কষ্ট, ভয়, ক্ষুধা, দারিদ্র তো আল্লাহরই পাঠানো পরীক্ষা। সবরুন জামিলের চাইতে কল্যাণ আর কীসে? আমার রব আমি এই পৃথিবীতে আসার আগেই তিনি একটা গ্রন্থে সবকিছু প্রস্তুত করে রেখে দিয়েছিলেন। এই ক্ষুদ্র অকৃতজ্ঞ আমাকেও তিনি ফেলে দেননি কখনো... ভাবতে গিয়ে কেমন যেন আপ্লুত হয়ে যাই... । কখনো  আল কুরআন সম্পূর্ণটা অর্থসহ পড়ে দেখা হয়নি... তাই হয়ত মনে-প্রাণে-বোধে এত দারিদ্র আমার!

নিজের জন্য এই সময়ের কিছু অমূল্য স্মরণিকা --

♥♥ "তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। তারাই ফাসেক।" [সূরা হাশর ১৯] ♥♥

♥  "আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।" [সূরা ক্বাফ - ৪৩]
♥ " তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। …" [সূরা গাফির - ৬০]
♥ "…নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না।" [সূরা গাফির - ৬১]
♥ " তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোন কাজের আদেশ করেন, তখন একথাই বলেন, হয়ে যা'-তা হয়ে যায়।" [সূরা গাফির - ৬৮]
♥ "আল্লাহর প্রতি নির্ভর করো। কর্ম সম্পাদনের জন্য আল্লাহই যথেষ্ট।" [আল আহযাব - ৩]
♥ "হে ঈমানদারগণ! আল্লাহকে বেশী করে স্মরণ করো এবং সকাল সাঁঝে তাঁর মহিমা ঘোষণা করতে থাকো।" [আল আহযাব : ৪১-৪২]
♥ "…হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর"। [সূরা আল আ'রাফ - ১২৬]
♥ "…নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।" [আল বাকারা ২২২]
♥ "…আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক?…" [আত তাওবাহ ১১১]
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে