৩ ফেব, ২০১৩

আলাপন : বিশ্বাসীর চোখের দৃষ্টিসীমানা

একজন ঈমানদারের দৃষ্টির সাথে অবিশ্বাসীর তুলনা হয়না। কেননা, একজন মু'মিনের অন্তরের দৃষ্টির সীমানা অসীমে বিস্তৃত। তারা জগতের ঘটনাগুলো এবং তার ফলাফলকে দেখতে পারেন পৃথিবীর এবং সময়ের সীমা ছাড়িয়ে অনন্তকাল ঘিরে। সেখানে মানুষ ছাড়াও থাকে, জ্বিন, ফেরেশতা এবং মহান আল্লাহ তা'আলা। সেখানকার পরিবেশ পার্থিব না, অপার্থিব এক পরিবেশ যার একক অধিপতি সবকিছুর স্রষ্টা আল্লাহ। এই দৃশ্যগুলোকে দেখার পর জাগতিক জীবনের আনন্দ ও দুঃখের বিষয়গুলো তাদেরকে তেমন স্পর্শ করেনা, যেসব বিষয়ে অবিশ্বাসীরা যথাক্রমে উল্লাস ও আহাজারি করে। 

"Indeed the people were not pleased with their Creator although He provides for them, so how can they be pleased with another creation like themselves?" - Al Bidaya wal-Nihaya ( 9/318)


"যেসব মানুষ তার সৃষ্টিকর্তার উপরে সন্তুষ্ট হয়নি যদিও তিনি তাদের সবকিছুর দাতা,
তারা কীভাবে তাদের মত অন্য একজন সৃষ্টির উপরে সন্তুষ্ট হতে পারে?"

[আল বিদায়া ওয়াল নিহায়া, ৯/৩১৮]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে