১৯ ফেব, ২০১৩

আমার স্পেনের গ্রানাডার কথা মনে পড়ে

আমার স্পেনের গ্রানাডার কথা মনে পড়ে, নিশ্চিন্তমনা গর্দভ জাতিগোষ্ঠির কথা মনে পড়ে। ফার্ডিনান্ড আর ইসাবেল যেদিন ঢুকেছিল ভূমিতে, সেদিন তারা বিশ্বাস করতে পারছিল না আব্দুল্লাহর শাসনামল শেষ। আমার মনে পড়ে পলাশীর প্রান্তরের কথা, নিশ্চিন্ত নির্ভাবনায় রাস্তার দু'পাশে দাঁড়িয়ে ইস্টইন্ডিয়া কোম্পানীর আগমন দেখতে দাঁড়িয়ে যাওয়া লোকদের কথা। আমার মনে পড়ে বাগদাদ নগরীর কথা, কুয়েত-ইরাক-কুর্দি-সাদ্দামদের কথা। কাশ্মীর আর ফিলিস্তিনের অসহায় বোনদের চিৎকারের কথাও মনে পড়ে, চেচনিয়া আর বসনিয়ার কথা মনে পড়ে। ইতিহাস পাঠের সময়ে স্মৃতির পরতে পরতে ফেলে রাখা অশ্রুফোঁটাগুলোর কথা মনে পড়ছে আজ। ক'জনই বা সেই ইতিহাস জানে, জানতে চায়, বুঝতে চায়?

হে আল্লাহ! সেই গ্রানাডার মানুষদের মতন বা তার বেশি যত মূর্খ অপদার্থ --তাদের হিদায়াত দিন। সেটার যোগ্য না হলে তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন, তাদের একটা পশমও যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি না পায়। নিশ্চয়ই আপনিই বিচার দিনের একমাত্র মালিক। নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। নিশ্চয়ই সমস্ত শক্তি কেবলই আপনার। হে আল্লাহ! নিশ্চয়ই সত্য আর মিথ্যা এক নয়। নিশ্চয়ই আপনি অন্তর্যামী, আপনি মহাপবিত্র, আপনি পবিত্রতা ভালোবাসেন। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী,আপনার পাকড়াও বড় শক্ত। আপনার ভালোবাসার চাদরে আমাদের আচ্ছাদিত করুন। আমাদের ধৈর্য্য বাড়িয়ে দিন, আমাদেরকে পদস্খলিত হওয়া থেকে রক্ষা করুন, আপনার ক্রোধ থেকে ক্ষমা করুন।


১২ ফেব্রুয়ারি ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে