৬ নভে, ২০১২

আলাপন : এই পৃথিবীর সবকিছুর শেষ আছে

 এই পৃথিবীর সবকিছুর শেষ আছে।

আমাদের এই জীবনের শেষ আছে, দুঃখের দিনগুলোরও শেষ আছে। সুখের দিনগুলোও একটানা থাকেনা, তারও শেষ থাকে। এই পৃথিবীটার সবকিছুই এমন। অত্যাচারেরও শেষ আছে, শেষ আছে দাম্ভিকের দম্ভের, মিথ্যাবাদীর মিথ্যার। একদিন শক্তিশালীও হবে দুর্বল। রাস্তার মোড়ের জওয়ান রগচটা ছেলেটাও বৃদ্ধ বয়েসে লাঠি নিয়ে হাঁটবে। তাই যেকোন ক্ষমতার, শক্তির এই ভুলে ডুবে থাকার অর্থ নেই কোন, এ এক পরিপূর্ণ বিভ্রমমাত্র...

কেবল আল্লাহর বান্দা যারা, তারা জানে, এই জীবন ক্ষণিকের জন্য, সবই খেলনামাত্র। আখিরাতের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। তাই তারা বিপদে সবর করে, আনন্দেও মাত্রাছাড়া হয়না, বরং আরো কৃতজ্ঞ হয় আর বুঝে তার এই ভালো সময় অনেক দায়িত্ব নিয়ে হাজির হয়েছে তার জন্য।

আল্লাহ বলেছেন ধৈর্য্য আর সালাতের সাহায্যে সাহায্য প্রার্থনা করতে। আল্লাহ বলেছেন ধৈর্যধারণকারীদের জন্য সুসংবাদ। নিশ্চয়ই সত্য আর মিথ্যা এক নয়। নিশ্চয়ই জাহান্নামের নিকৃষ্ট বাসিন্দা আর জান্নাতের সম্মানিত অতিথিগণ এক নয়।

নিশ্চয়ই এই পৃথিবীর সবকিছুই নশ্বর, আখিরাতের জীবন অনন্তকালের।

*********
০৬ নভেম্বর, ২০১২ ঈসায়ী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে