৩ নভে, ২০১২

আলাপন : কিছু দুঃসহ অভিজ্ঞতা

আলহামদুলিল্লাহ! আজকে একটা অন্যরকম জিনিস খুঁজে পেলাম। জীবনের অনেক তিক্ত, দুর্বিসহ, অনাকাকঙ্খিত ও যন্ত্রণাদায়ক মূহুর্ত ছিলো, যেগুলো নিয়ে অনেক বিব্রত ছিলাম অনেক অনেক বছর।

আজ কিছু পড়াশোনা করতে গিয়ে উপলব্ধির ক্ষেত্রে সরাসরি উদাহরণ হিসেবে কাজ করেছে সেই অভিজ্ঞতাগুলো। অনেকগুলো বিন্দু মিলিয়ে একটা রেখা টেনে ফেলার মতন... সহজেই বুঝে ফেলে অনেক ধাপ পেরিয়ে গেছি চিন্তায় আর উপলব্ধিতে। সুবহানাল্লাহ ... অন্যরকম ভালো লাগলো।

আজকে সন্ধ্যার পর কয়েকবার মহিমান্বিত কুরআনের একটা আয়াত মনে হচ্ছিল। একটা ঘটনা ঘটে যাওয়ার সময় না চাইতেও হয়ত কিছু সময়ের মুখোমুখি হলাম, আল্লাহ আসলে হয়ত আমাদের সেই সময়গুলোকে ট্রেনিং পিরিয়ড হিসেবে দান করলেন, যা আসলে কল্যাণকর।

মনে পড়ে সেই আয়াতখানি...

♥ "... আর আল্লাহ্ পরিকল্পনাকারীদের মধ্যে সর্বোত্তম। ♥

[সূরা আল-ইমরান : ৫৪]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে