১০ মার্চ, ২০১৪

সেরাদের সেরা যারা তাদের স্মরণে


বিভিন্ন সময়ে স্কলারদের জীবনী পড়ে চোখে পানি চলে আসে... কতটা ত্যাগ, পরিশ্রম আর কষ্ট ছিলো তাদের কাজ করতে, তবু কী বিনয়! তবু কতই না মোহাব্বত তাদের হৃদয়ে মানুষের জন্য। এই সবই সেই দ্বীন আল ইসলামের সৌন্দর্য, যা আল্লাহ তাদের প্রতি দয়া করে দিয়েছেন। ইসলামের সাথে যিনি নিজেকে সংলগ্ন রাখেন, তিনিই এমন ভাগ্যবান হয়ে পড়েন। তবু, আলেমদের ব্যাপারটা অন্যরকম সুন্দর। যখন কিছু পড়তে যাই, মনে হয়, এই মানুষগুলোর শ্রম আর ভালোবাসার বদৌলতে সেই প্রায় সাড়ে ১৪০০ বছর আগের আলোচনা আর ঈমানের স্বাদ একদম অকৃত্রিম করে অনুভব করতে পারছি।

মাঝে মাঝে নিজেকে অপরাধী লাগে খুব। যে মানুষগুলোর রক্তস্রোত বয়ে আমরা দুনিয়াতে শান্তির ছিটেফোঁটা হলেও পাচ্ছি, যে মানুষগুলোর নির্ঘুম রাত আর বিশ্রামহীন দিনগুলোর জ্ঞান অন্বেষনের বিনিময়ে আমরা ইলম পেয়েছি -- তাদের কয়দিন কয়বার স্মরণ করে দোয়া করি? তারা ইনশা আল্লাহ সফল, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন। কিন্তু সম্ভবত আমরা হতভাগা, যারা তাদের দোয়া করে আল্লাহর আরো কাছাকাছি যেতে পারছি না, আল্লাহর ভালোবাসাকে আরো বেশি করে পাচ্ছিনা...

সালাম ও দোয়া বর্ষিত হোক এই বিশ্বজগতের প্রতি রাহমাতস্বরূপ প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, রাহমাত বর্ষিত হোক সাহাবীদের প্রতি, তাবিঈদের প্রতি, তাবে'তাবিঈদের প্রতি এবং তাদের পরবর্তী সকল সৎকর্মশীল মানুষদের প্রতি, আলেমদের প্রতি, মুজাহিদদের প্রতি যারা কিয়ামাত পর্যন্ত দুনিয়ার বুকে পা রাখবেন...

আল্লাহ যেন আমাদেরকে সৎকর্মশীলদের দলে অন্তর্ভুক্ত করেন। আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে