১৩ অক্টো, ২০১২

আমার পছন্দের ওয়েবসাইট তালিকা

একটা সময় ইসলামের সাথে জীবনবোধকে কীভাবে সংযোগ করতে হবে, এমন কথাবার্তা খুঁজেই পেতাম না অনলাইনে বাংলা ভাষায়। দু'একজন শ্রদ্ধেয় বড় ভাই আর আপু অনলাইনে লিখতেন নিজেদের মতন করে, তাদের দেখে অনুপ্রেরণা পেয়েছিলাম। তবু, যারা ইসলামের নামে কুৎসা রটায়, তাদের প্রচেষ্টা আর ভলিউমের তুলনায় সেটা হয়ত হাজারগুণ ক্ষুদ্র ছিল। আমাদের হয়ত বুদ্ধিবৃত্তিক কিছু করার চাইতে আবেগ খাটানোর প্রক্রিয়াটা মাত্রাতিরিক্ত রকমের বেশি, তাই ঘুরে ফিরে সবখানে লোকজনকে দুষেই দিন যায়।

অনেকদিন আগে থেকে ঘাঁটতে ঘাঁটতে অনলাইনে আমি কিছু সুন্দর ওয়েবসাইটের খোঁজ পেয়েছিলাম একসময়। সেগুলোতে নিয়মিত গিয়ে ঘুরে ফিরে এলে মন ভালো হয়ে যেত। এমন কিছু ইংরেজি সাইটে এখনো ঢুঁ দেই মাঝে মাঝে, কতগুলোতে নিয়মিত যাই, চিন্তার খোরাক পাই, নতুন মাত্রা পাই।

একটা তালিকা উল্লেখ করছি, আমি বিশ্বাস করি, ভালো লাগবে ইনশাআল্লাহ!

 বাংলা ভাষায় কিছু বিশেষ সাইট
@@ এছাড়াও যে লেখাটি দেখতে পারেন:: বাংলা ভাষায় দারুণ কিছু ওয়েবসাইট ও ফেসবুক পেইজ