প্রতিদিন কত কিছুই তো ঘটছে জীবনে, ঘটবেও। উত্থান আর পতন প্রতিদিন, প্রতিবেলা। অজস্রবার, অজস্রভাবে... অনেক যন্ত্রণা আর কষ্ট। এরই মাঝে কিছু সুন্দর মূহুর্তও আছে, থাকবে। থাকবে --
অজস্র ভুল,
ভুলের সংশোধন,
অনুতাপ,
আঘাত,
ভালোবাসার বসন্ত,
অভাবের উত্তাপ,
অসুস্থতা,
অনুরাগ,
অতীতের কষ্ট,
ভবিষ্যতের শংকা,
নিজের অযোগ্যতা,
অসহায়ত্ব,
হতাশা,
সুন্দর মানুষদের কাজ দেখা,
হঠাৎ সুন্দর কথা,
শত্রুতামূলক বাক্য,
ষড়যন্ত্র আর কুৎসা,
স্রষ্টার স্মরণে আত্মার পরিতুষ্টি...
সেই দায়িত্ব পালন করে যেন নিজেদের বাড়িতে ফিরতে পারি... এইতো তো চাওয়া! মাটির পৃথিবীতে এসে ঘটে যাওয়া অজস্র ঘটনায় ডুবে আবার পথ ভুলে আগুনের দেশে যেন যেতে না হয় -- সেইই তো অনুপ্রেরণা। আমরা কি ঘরে ফেরার পথে আছি? আমরা কি গত বছর যেমন ক্রোধোন্মত্ত, লোভী, কামুক ছিলাম, আজো আছি? আমরা গত মাসে যেমন হিংসুটে ছিলাম, আজো আছি? আমরা কি নিজেদের উন্নত করতে পারছি? আমাদের বাড়ি ফিরে যেতে হলে তো এসব থেকে যথাসম্ভব মুক্ত হতে হবে, দুনিয়ায় এই ভ্রমণটাতে আমাদের করতে হবে ক্রমাগত উন্নত। প্রতিটি দিন আমরা প্রস্তুতি নিচ্ছি ফিরে যাবার, সেই আপন ঠিকানায় ...
এভাবেই তো জেগে ওঠে আমাদের মনের মাঝে সেই চাওয়া -- কবে যাব ফিরে আমাদের আপন ঠিকানায়, কবে যাব ফিরে আমাদের সেই ঘরে, আমাদের জান্নাতে...
আর সবই তো ক্ষণিকের বিভ্রম!!
রেফারেন্সঃ
একটা হৃদয় জুড়ানো সৌন্দর্যময় আলোচনা :: জান্নাতে ফিরে যাওয়া : মোখতার মাগরুবি
[১] সূরা আল হাদিদঃ ২০ :: পড়ুন
[২] সুরা আল আম্বিয়াঃ ৩৫ :: পড়ুন
[৩] সূরা আল বাকারাহঃ ১৫৬ :: পড়ুন
অজস্র ভুল,
ভুলের সংশোধন,
অনুতাপ,
আঘাত,
ভালোবাসার বসন্ত,
অভাবের উত্তাপ,
অসুস্থতা,
অনুরাগ,
অতীতের কষ্ট,
ভবিষ্যতের শংকা,
নিজের অযোগ্যতা,
অসহায়ত্ব,
হতাশা,
সুন্দর মানুষদের কাজ দেখা,
হঠাৎ সুন্দর কথা,
শত্রুতামূলক বাক্য,
ষড়যন্ত্র আর কুৎসা,
স্রষ্টার স্মরণে আত্মার পরিতুষ্টি...
সেই দায়িত্ব পালন করে যেন নিজেদের বাড়িতে ফিরতে পারি... এইতো তো চাওয়া! মাটির পৃথিবীতে এসে ঘটে যাওয়া অজস্র ঘটনায় ডুবে আবার পথ ভুলে আগুনের দেশে যেন যেতে না হয় -- সেইই তো অনুপ্রেরণা। আমরা কি ঘরে ফেরার পথে আছি? আমরা কি গত বছর যেমন ক্রোধোন্মত্ত, লোভী, কামুক ছিলাম, আজো আছি? আমরা গত মাসে যেমন হিংসুটে ছিলাম, আজো আছি? আমরা কি নিজেদের উন্নত করতে পারছি? আমাদের বাড়ি ফিরে যেতে হলে তো এসব থেকে যথাসম্ভব মুক্ত হতে হবে, দুনিয়ায় এই ভ্রমণটাতে আমাদের করতে হবে ক্রমাগত উন্নত। প্রতিটি দিন আমরা প্রস্তুতি নিচ্ছি ফিরে যাবার, সেই আপন ঠিকানায় ...
এভাবেই তো জেগে ওঠে আমাদের মনের মাঝে সেই চাওয়া -- কবে যাব ফিরে আমাদের আপন ঠিকানায়, কবে যাব ফিরে আমাদের সেই ঘরে, আমাদের জান্নাতে...
আর সবই তো ক্ষণিকের বিভ্রম!!
"তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়...."। ১
"প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে"। ২
"যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।" ৩
রেফারেন্সঃ
একটা হৃদয় জুড়ানো সৌন্দর্যময় আলোচনা :: জান্নাতে ফিরে যাওয়া : মোখতার মাগরুবি
[১] সূরা আল হাদিদঃ ২০ :: পড়ুন
[২] সুরা আল আম্বিয়াঃ ৩৫ :: পড়ুন
[৩] সূরা আল বাকারাহঃ ১৫৬ :: পড়ুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে