২ আগ, ২০১৩

সৌন্দর্যের সংজ্ঞা আমাদের সমাজে আর দেশে-দেশে আলাদা

এক ছোটভাই সাজিদ ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সে ফেসবুকে লিখেছে --
"দেশে দেখেছি মেয়েরা চিকন হওয়ার জন্য খাওয়া দাওয়া করেনা । রাতে ভাতের বদলে শসা খায়।স্লিম না হইলে বিয়ের ক্ষেত্রে সমস্যা।
আমার এক রুমমেট মৌরিতানিয়ান । মামা কঠিন ট্যলেন্ট। ওদের দেশে নাকি মোটা মেয়ে ছাড়া বিয়েই হয়না। তাই মায়েরা ঠেসে ঠুসে খাওয়ায়।
তাই যারা আফ্রিকায় বিয়ে করতে চান তারা বেশি বেশি খান এবং প্রচুর মোটা হউন।"

কথাগুলোতে আনন্দের খোরাক আছে বৈকি!!



 ইরিত্রিয়ায় জন্মগ্রহণকারী আমেরিকান স্কলার শাইখ ইয়াসির ফাজাগার 'SELF IMAGE PSYCHOLOGY' নামক একটা মারদাঙ্গা-ফাট্টাফাট্টি লেকচার শুনেছিলাম, সেখানে উনি বলেছিলেন, আফ্রিকার অনেক এলাকায় মোটা ঠোঁটের মেয়েরা সবচাইতে আকর্ষণীয়। এই ঠোঁট নিয়ে আমাদের দেশীয় ধারণা তো আমরা ভালোই জানি।

এইসব বিউটি-ফিউটি নিয়ে অসুস্থ মানসিকতা ঝেড়ে উঠা উচিত আমাদের। কী এক অদ্ভুত চেইনে সবাই আটকে বসে থাকে। অথচ জীবন একটাই। এমন জিনিস নিয়ে যদি জীবন কেটে যায় যেটা না হলেও চলত দিব্যি, তাহলে আফসোসের উপরে আফসোস। আম্রিকা-দেশীয় মিডিয়া/সাহিত্যের গেলানো সৌন্দর্যশিক্ষা ছেড়ে চোখ-কান খুলে সৌন্দর্য জ্ঞান আহরণ করা নারী-পুরুষ ব্যতিরেকে সকলেরই উচিত।

# শুকনো কথা আর না, মারদাঙ্গা-জোশিলা লেকচারের লিঙ্কটা দিচ্ছি -- খুবই দরকারি। ছোট ছোট অডিও ফাইল, ডাউনলোডানো বেশি সময়ের ব্যাপার না :: http://schoolofheart.blogspot.com/2013/01/yassir-fazaga-self-image-psychology.html



 আলোচনায় কিছু কথা শিখেছিলাম,  ভালো লেগেছিলো, তাতে ভাবনার খোরাক আছে...

"চিন্তাগুলোর ব্যাপারে সচেতন হোন, আপনার চিন্তা মুখের কথায় পরিণত হয়,
মুখের কথার ব্যাপারে সচেতন হোন, আপনার কথা কাজে পরিণত হয়,
কাজগুলোর ব্যাপারে সচেতন হোন, আপনার কাজ স্বভাবে পরিণত হয়,
স্বভাবের ব্যাপারে সচেতন হোন, আপনার স্বভাব চরিত্রে পরিণত হয়,
চরিত্রের ব্যাপারে সচেতন হোন, কেননা তা আপনার ভবিষ্যত নির্ধারণ করে দেবে।"
---- লাও যু, প্রাচীন চৈনিক দার্শনিক [খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতক]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে