২৫ নভে, ২০১৩

মালিক শাহবাজ (ম্যালকম-এক্স)

বর্তমান মিডিয়া বলতেই সবাই বুঝে বিবিসি, সিএনএন, ইন্ডিপেনডেন্ট ইত্যাদি ইত্যাদি... নতুন বিশ্বের এইরকম চেহারা হবে, সেখানে মিডিয়ার ব্যাপক প্রভাব থাকবে, তা তো বেশ পুরোনো পরিকল্পনা। হয়ত এসব অনুধাবন করে সেই খোদ আমেরিকায় অনেক বছর আগে মালিক শাহবাজ (ম্যালকম এক্স) নামক সাহসী মানুষটি একটি কথা বলেছিলেন যা আমার প্রায়ই মনে পড়ে--

"আপনি যদি সতর্ক না থাকেন তাহলে পত্রিকাগুলো আপনাকে নিপীড়িত-অত্যাচারিত মানুষদেরকে ঘৃণা করতে শেখাবে এবং যারা অত্যাচারী-নিপীড়নকারী তাদের প্রতি ভালোবাসা জাগাবে।" ~ ম্যালকম-এক্স

মালিক আল-শাহবাজ 'ম্যালকম এক্স' নামে সুপরিচিত। তিনি আফ্রো-আমেরিকান মুসলিম, ঘটনাবহুল জীবনের এক পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন। আমেরিকায় ব্ল্যাকদের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় নেতা। বক্তব্য প্রদানকালীন সময়ে একদিন তাকে বিরোধীরা কয়েকজন মিলে ২১টি গুলিতে বিদ্ধ করে, সেদিনই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নেন।

জন্ম :  ১৯২৫, মৃত্যু : ১৯৬৫

ম্যালকম-এক্সের উদ্ধৃতি:

"ভবিষ্যত তো তাদের জন্যই যারা আজকে তা গড়ে তুলতে কাজ করে।"
~ মালিক আল-শাহবাজ (ম্যালকম এক্স)

* * *
"আপনি যদি সতর্ক না থাকেন তাহলে পত্রিকাগুলো আপনাকে নিপীড়িত-অত্যাচারিত মানুষদেরকে ঘৃণা করতে শেখাবে এবং যারা অত্যাচারী-নিপীড়নকারী তাদের প্রতি ভালোবাসা জাগাবে।"
~ ম্যালকম-এক্স মালিক শাহবাজ [১৯২৫-১৯৬৫]

* * *
"যে কোন কিছুর পক্ষে দৃঢ় হয়ে দাঁড়ায় না সে সবকিছুতেই ভেঙ্গে পড়ে।"
~ মালিক আল-শাহবাজ (ম্যালকম এক্স)

* * *
​​হোঁচট খাওয়া মানেই পড়ে যাওয়া নয়। ~ ম্যালকম এক্স