২৬ নভে, ২০১৩

অনুপ্রেরণা - ২



* * *
ভালোকাজের মেঘ থেকে বৃষ্টি ঝরে। যখন সময় হয় কেবল তখনই তার বর্ষণ হয়। আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন শুকনো মৃত মাটির উপরে; একদম সঠিক সময়েই। যখন পথ অবারিত হবার সময় হবে, তখনই সেই পথ প্রশস্ত হবে। তিনি তার সময় অনুযায়ীই সেই কাজটি করেন, আমাদের সময়ের হিসেবে নয়। আর এটা আমাদের ক্বাদরের ব্যাপারে সন্তুষ্ট থাকার একটি অংশ এবং যা হয়েছে তা আপনার জন্য নির্ধারিত ছিলো বলেই হয়েছে। ~ শাইখ হামজা ইউসুফ, [সংক্ষেপিত, ২০১১ রিহলা]

* * *
"যাদের হৃদয় ভেঙ্গে যায় তাদের সাথে আল্লাহ থাকেন। আপনার হৃদয় যখন ভেঙ্গে যায়, তা একটা ভালো ঘটনা, কেননা ভেঙ্গে যাওয়া হৃদয়টি তার মাঝে আল্লাহর আলো প্রবেশের পথ প্রশস্ত করে দেয়। দুনিয়া তো সাজানোই হয়েছে এমন করে যা আপনার অন্তরকে ভাঙ্গবে, চুরমার করে দিবে।" ~ শাইখ হামজা ইউসুফ

 * * *
পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে, একদল কাজ করে এবং অপরদল যারা কাজ করে তাদের সমালোচনা করে।" ~ শাইখ হামজা ইউসুফ

 * * *
"হৃদয়টাকে এখনকার এই বুড়িগঙ্গা নদীর মতন করলে হবে না, হৃদয়টাকে করতে হবে আটলান্টিকের মত বিশাল। লোকে যত আবর্জনাই ঢেলে দিক, তাতে তার কিছু হয়না, সে পরিষ্কারই থাকে।"
~ উস্তায মুফতি কাজী মুহাম্মাদ ইব্রাহিম  [৩০ নভেম্বর, ২০১৩]

 * * *
অতীত আমাদের মনে ঘন কুয়াশার মত। আর ভবিষ্যত? সম্পূর্ণ একটা স্বপ্ন। আমরা ভবিষ্যত কেমন হবে তা ধারণাই করতে পারি না, যেমন পারিনা অতীতকে বদলে দিতে।~ শামস তাবরিজি

 * * *
পৃথিবীটা সুউচ্চ পর্বতের মতন, এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরেই। তুমি যদি ভালো কিছুর জন্য চিৎকার করো, পৃথিবীও তোমাকে তেমন প্রতিদান দিবে। তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও, সে তোমাকে তেমনই ফেরত দিবে। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে, তাদের সম্পর্কে ভালো কথা বলো।  পৃথিবীকে বদলে দিতে তোমার হৃদয়কে বদলে দাও। ~ শামস তাবরিজি

 * * *
​​​"​এই​ পথ কোথায় গিয়ে ঠেকেছে তা জানার চেষ্টা করা অর্থহীন। তুমি শুধু প্রথম ধাপটি নিয়ে চিন্তা করো, পরেরগুলো এমনিতেই চলে আসবে।" ~ শামস তাবরিজি ​

 * * *
"ধুলো-মাটিকে তাচ্ছিল্য করো না। তুমি বেঁচে থাকতে সে তোমার পায়ের নিচে থাকে। তুমি মরে গেলে সে তোমার ওপরে থাকবে।" ~ জনৈক পীর সাহেব

 * * *
​"আপনার গোটা জীবনটা হয়ত আপনি ভালোবাসা খুঁজে পার করেছেন। কিন্তু একটা দিন আসবে যখন আপনি উপলব্ধি করবেন, ভালোবাসা পাওয়ার সময় নয় বরং যখন আপনি মানুষকে ভালোবাসা দিয়েছিলেন, তখনই আনন্দ পেয়েছিলেন।" ~ অমল আহমেদ আলবাজ

 * * *
“আল্লাহকে যারা ভালোবাসেনা, তাদেরকে ভালোবাসবেন না। তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে।” ~ইমাম শাফিঈ

 * * *
“কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেয়ো না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়।”~ ইমাম ইবনে তাইমিয়্যা

 * * *
যাদের হৃদয় অন্ধ তাদের চাইতে যাদের চোখ অন্ধ তারা বেশি দেখতে পায়। ~ আরবি প্রবাদ

 * * *
"অতীত আপনার যেমনটাই হোক না কেন, ভবিষ্যত কিন্তু আপনার এখনো দাগহীন।"~ বুনা মুহাম্মাদ

 * * *
সুখ জীবনের গন্তব্য নয়, এটা আমাদের জীবনের চলার পথের একটা রাস্তা। ~ ইয়াসমিন মোজাহেদ

 * * *
"আপনি যত্ক্ষণ বেঁচে আছেন, ততক্ষণ নতুন করে আবার সব শুরু করতে পারেন।" ~ বুনা মুহাম্মাদ

 * * *
সবচেয়ে ধনী তিনি নন যার সম্পদ সবচাইতে বেশি, বরং তিনিই যার প্রয়োজন সবচেয়ে কম।" ~ জনৈক

 * * *
"আপনার যদি দুশ্চিন্তা করার সময় থেকে থাকে, তাহলে নিশ্চয়ই দু'আ করার সময়ও আছে।" ~ বুনা মুহাম্মাদ

 * * *
"আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে, তা যদি দুই পর্বতের নিচেও থাকে, তবু তা আপনার কাছে পৌঁছে যাবে। আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি, তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে, তবু তা আপনার কাছে পৌঁছবে না।" ~আরবি প্রবাদ

 * * *
এমন কাউকে বিয়ে করুন যে আপনার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে।~ বুনা মুহাম্মাদ