২৬ ডিসে, ২০১৪

অনুপ্রেরণা - ৬


[ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি ফেসবুক পেইজ থেকে সংগৃহীত ও অনুবাদকৃত]

* * *
আল্লাহ আপনার সাথে থাকার অর্থ এই নয় যে আপনার সমুদ্র যাত্রাতে বড় কোন ঢেউ কাঁপাবে না। আল্লাহ সাথে থাকার মানে হলো, এমন একট জাহাজে চড়ে বসা যা কোন ঝড়ই ডুবাতে পারবে না।

* * *
ঔদ্ধত্য ও অহংকারের কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিলো। খেয়াল রাখবেন এই কারণগুলো যেন আপনার জান্নাতে ঢোকা থেকে বঞ্চিত হবার কারণ না হয়।

ইসলাম হলো আলোকময় সূর্যের মতন এই কারণে নয় যে আমি এর আলো দেখতে পারি, বরং তা এই কারণে যে এর সাহায্যে আমি সবকিছু দেখতে পারি।

* * *
কাউকে হতাশ করে দেয়ার মানুষ না হয়ে কাউকে উজ্জীবিত করে দেয়া একজন মানুষ হোন। ইতিবাচক হোন, আশা ও ভালোবাসা ছড়িয়ে দিন।

* * *
শুধু আল্লাহর জন্য চোখের পানি ঝরিয়ে আপনার অন্তরকে পরিষ্কার করুন।

* * *
আচরণ খুব ছোঁয়াচে জিনিস --  তাই খেয়াল করুন আপনি কাদের সাথে আড্ডা দিচ্ছেন।

* * *
ইসলাম এমন কোন দ্বীন নয় যা শেখায় "আমরা তোমাদের চেয়ে ভালো" বরং ইসলাম শেখায়--"আমরা এমন কিছু দেখাবো যা তোমাদের জন্য ভালো"

* * *
কুরআনে রয়েছে আপনার সমস্ত সমস্যার সমাধান। আপনাকে শুধু পথনির্দেশনাগুলো গ্রহণ করে নিতে হবে।

* * *
কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেন শুধু এটা মনে করিয়ে দিতেই যে পৃথিবী হলো ক্ষণস্থায়ী একটি জায়গা এবং দুনিয়া ও আখিরাতের সমস্ত কিছুই কেবলমাত্র আল্লাহর তত্ত্বাবধানে চলে।

* * *
দোয়ার শক্তির উপরে আস্থা হারাবেন না। আল্লাহ আপনাকে তখনই একটা জিনিস দান করবেন যখন তা আপনার জন্য কল্যাণকর হবে।

* * *
আপনি যখন কোন কঠিন সময়ের মধ্য দিয়ে যাবেন, মনে রাখবেন, কিছু মানুষ ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে।

* * *
আপনার অন্তরঙ্গ বন্ধু (বেস্ট ফ্রেন্ড) বানিয়ে নিন আপনার ভালো কাজগুলোকে কেননা 'আমালে সলিহ' বা ভালো কাজগুলো কখনো আপনাকে ছেড়ে যাবে না।

* * *
অল্প কিছু মুসলিমকে দেখে ইসলাম সম্পর্কে কোন ধারণা করা করে ফেলা হলো পচা ফল খেয়ে গোটা গাছের ব্যাপারে কটু মন্তব্য করার শামিল।

* * *
​ব্যস্ত জীবনে নামায আদায় করা কঠিন হয়ে যায়, কিন্তু নামায ব্যস্ত জীবনকে সহজ করে তোলে।

* * *
খুব আনন্দের সময়েও দিন ২৪ ঘন্টার হয়, খুব কষ্টের সময়েও দিন ২৪ ঘন্টার হয়। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর পথে চলতে থাকুন। তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেখাবেন।