২০ আগ, ২০১৪

বাসায় ডিশের লাইন

​আমাদের বাসায় কোনদিন 'ডিশের লাইন' (স্যাটেলাইট কানেকশন) ছিলো না। স্রেফ নামকাওয়াস্তে একটা টিভি ছিলো। আলহামদুলিল্লাহ আমাদের ভাইবোনদের মাঝে টিভি দেখার তেমন কোন ন্যুনতম আকর্ষণ কাজ করেনি, এখনো করে না। টিভি দেখা হতো না, হয় না শুনে অনেকে ' এটাকে 'অসম্ভব' বিবেচনা করে প্রশ্ন তুলতে চেষ্টা করেন আমাকে "এটা তো হারাম না। সাধারণ জ্ঞান বাড়ে, দেশ-বিদেশের খবর জানা যায়। ইসলাম মানেই তো সব টাইট করে রাখতে হবে এমন না।" ... মজার ব্যাপার হলো, এই ডাউটমার্কা কথাটা একটা মুখস্ত বুলি। ইসলামের পারমিশনকে এমন লোকজন থোড়াই তোয়াক্কা করে। তাই আলোচনায় ইসলাম 'টাইট' নাকি 'ঢিলা' প্রসঙ্গ এড়িয়ে গিয়ে আমাকে বলতে হয় যে আলহামদুলিল্লাহ আমাদের এতগুলা ভাইবোনদের সবাইকে কেউ কোনদিন বলতে পারেনি যে সাধারণ জ্ঞানের সীমাবদ্ধতা আছে বা আমরা অন্য সবার চেয়ে কিছুমাত্র কম জানি।


এই বিষয়ে আলাপ করছি হঠাৎ কিছু বিষয় চোখে পড়ে যাওয়ায়--

আমি ক'দিন আগে এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। কিছু সময় বসে থাকতে হয়েছিলো তাই সামনে 'ডিশের লাইনওয়ালা' টিভির রিমোট হাতে নিলাম। এই রিমোট জিনিসটা আজিব। আমার জীবনে দেখা সকলেই রিমোট হাতে নিয়ে ক্রমাগত চ্যানেল বদলাতে থাকে, আমিও সেই কাজই করতে শুরু করলাম। প্রায় ৯৮টা চ্যানেল বদলাতে বদলাতে পিস টিভি বাংলা এবং ডিসকোভারি ছাড়া আর কোন চ্যানেলেই স্থির থাকার মতন দৃশ্য ছিলো না। আমি একটা কথা বেশ কয়েকবার লিখেছি --যারা নারীর শরীর-নির্ভর বিনোদনের চ্যানেলগুলোকে 'স্বাভাবিক' বিনোদন মনে করেন তারা হয় মিথ্যুক, ভন্ড আর নাহয় জাহেল। তারা শ্লীলতা আর অশ্লীলতার বোধটুকু হারিয়ে ফেলেছেন। খবরপাঠিকা, প্রসাধনের বিজ্ঞাপনের নারী, অনুষ্ঠানগুলোর অভিনেত্রীসহ সকলের উপস্থাপনা ও পোশাকের প্রায় পুরোটাই পুরুষের স্বাভাবিক পর্দার সকল সীমারেখা লঙ্ঘন করে। সিনেমা বা নাটকে যে ঘটনাগুলো থাকে, তার সবই আমাদের মাথায় কমবেশি চিন্তার ক্ষেত্র তৈরি করে। বিবাহপূর্ব হারাম প্রেম, পরকীয়া, পোশাক ও ডায়লোগের নোংরামি দিয়ে ভরা সব আয়োজন। আল্লাহ আমাদের সমাজকে আসন্ন সীমাহীন ভয়াবহতা থেকে রক্ষা করুন।

অফিসে এক কলিগ বলছিলেন কয়েকদিন আগে --তার আম্মা নামাজ পড়েন, কুরআন পড়েন এবং নেশাগ্রস্তের মতন সিরিয়াল দেখেন। এমনকি তার বৃদ্ধা দাদী নাকি অ্যালার্ম দিয়ে রাখেন পছন্দের সিরিয়াল দেখতে। নব্য প্র্যাকটিসিং এই মানুষটার পরিবার নিয়ে করতে থাকা কষ্টের কথা ভেবে দু'আ বেরিয়ে আসে আমার মুখ থেকে। ভেবে অবাক হই, আমাদের পরিবারগুলোর কন্ট্রোল কত আগেই না ঘরের কর্তার হাত থেকে চ্যানেলগুলোর হাতে চলে গেছে! কত গভীর
​​
থেকেই না এই ক্ষত তৈরি হয়েছে আমাদের পরিবারগুলোর মাঝে! নতুন প্রজন্মের মাঝে শ্লীলতা আর আদবের অভাব সবাই আলাপে বলেন। এখনকার সমাজে আর 'মডারেট মুসলিম' হয়ে ঈমান টিকিয়ে রাখা সম্ভব নয়। ফিরে আসা উচিত আল্লাহর কাছে, সকল অন্যায়কে বিদায় দিয়ে পুরোপুরি আল্লাহর দিকে হৃদয়কে ঘুরিয়ে দিতে হবে। অন্যথায় সাংস্কৃতিক আগ্রাসনের এই দানব আমাদের সমাজকে গিলে খাবে। হে অন্তরসমূহকে ঘুরিয়ে দেয়ার মালিক, আমাদের অন্তরগুলোকে দ্বীনের দিকে ঘুরিয়ে দিন...

[০৯ আগস্ট, ২০১৪]