১১ ফেব, ২০১২

এখনো বাতাস বইছে চারিধারে

এখনো বাতাস বইছে চারিধারে, আজো দিন শেষে রাত নেমেছে ।
অথচ ওযুর পানির রঙ লাল যেন হয়ে ঝরছিলো -- উষ্ণ রক্তের মতন
মুয়াজ্জিনের আজানের ধ্বনি বুক কাঁপিয়ে দেয় হঠাৎ
ইমামের অশ্রুভেজা চোখের তিলাওয়াত কানে ভেসে আসে যেন
"আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না,
বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। "


শহীদদের মৃত্যু মানে তো কেবলই শুরু -- বাগানের ফুলের সুঘ্রাণ
সুস্বাদু পানীয়, মান্না আর সালওয়ার ভোজনের আহবান,
পরম শান্তির পালংকে চোখ বন্ধ করে আরামের ঘুমের সময়।

শয়তানের দাসত্বে বন্দীদের সেই কালো জিঞ্জীর ভাঙ্গার আহবান
কানে নেয়না পাষণ্ডেরা। শরীরকে খাইয়ে, নফসের গোলামী করে
আর কতকাল বাঁচবে ওরা? মহান আল্লাহর পাকড়াও বড় শক্ত।

এইতো আর ক'টা দিন পরেই এই কেঁপে উঠবে মাটি;
বোঝা বের করে দেবে পৃথিবী, পাহাড় হয়ে যাবে তুলোর মতন,
সেদিন নষ্টরা পাবে আগুণ, শহীদেরা পাবে শান্তির ফাগুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে