২১ জানু, ২০১২

স্বপ্নবেলার ভালোবাসা

এক সুবিশাল সমাবেশের কথা হয়ত হঠাৎ করেই স্মরণ হয়
স্মরণ হয় চারিদিকে থাকা অজস্র মানুষদের কথা।
আমরা একসাথেই ছিলাম -- তারপর একে একে এলাম
কেউ আগে, কেউবা পরে এই মাটির পৃথিবীর স্পর্শে।

আমি বাবার পাশে বসে থেকে তার জীবনস্পন্দন অনুভব করি,
এই মানুষটির আদর্শ আর ভালোবাসায় আমার জীবনভোর ডুবে থাকা।
লোকে বলে, যেতে নাকি হবেই, চলে যাওয়াই নিয়ম।
আমি যেতে চাইনা বলে মায়ের হাতখানি চেপে ধরি কেন?

অথচ ফিরে যাওয়ার মাঝেই নাকি আসবার কারণ গেঁথে আছে।
চলে গেলে নাকি অনন্তের জীবন -- যার শুরু আছে, শেষ নেই।
সেই জগতের মুক্তির জন্য সুন্দরাত্মাদের অশ্রু ঝরে অহর্নিশি।
আমি সেই আত্মাদের ভালোবাসি, আমি তাদের সান্নিধ্য চাই অনাদিকালে।

ভালোবাসা মানে কি ভোগ করতে চাওয়া? যখন সবই তো নশ্বর আর ক্ষণস্থায়ী !
আমি বুঝি ভালোবাসা মানে বুকে জড়িয়ে থাকা, হৃদয় জুড়ানোর অনুভূতি।
আমি এই ভালোবাসার স্পর্শের ছড়িয়ে যাবো জগত থেকে অনন্তে
ফিরদাউসের বাগানে বাবা-মায়ের হাত ধরে ঘুরবো স্বপ্নময়তায়।

আমার স্বপ্নগুলো স্তব্ধ হয়না আর। আমার স্বপ্ন ফিরে আসে অতীত থেকে অনন্তে
আমার স্বপ্নেরা আঁকড়ে ধরে স্রষ্টার আলোতে উদ্ভাসিত আত্মার স্পর্শকে
স্বপ্নেরা ছড়িয়ে দিতে চায় ভালোবাসার আবীরা রাঙ্গা স্বপ্নলোকের সুন্দরকে
স্বপ্ন পাখা মেলে ভাই-বোন-বন্ধুদের নিয়ে কাটানো সুখের বেলাতে, আদনের বাগানে।

মধ্যরাত্রি। ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে