২১ জানু, ২০১৬

রুমী কবিতা (অষ্টাদশ কিস্তি)



* * * * *
শরীরকে কোনোদিন আত্মা থেকে আড়াল করতে কোন পর্দা দেয়া হয়নি, এমনকি কোন আত্মাকেও শরীর থেকে আড়াল করা হয়নি কখনো। তবু কখনো কোনো শরীর কোনদিন আত্মাকে দেখতে পায়নি। ~জালালুদ্দিন রুমী

* * * * *
যখন ঠোঁট দু'টো নিশ্চুপ হয়ে রয়, তখন হৃদয়ের থাকে সহস্র ঠোঁট। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
তুমি কি ভালোবাসার পথের তীর্থযাত্রী হতে চাও? প্রথম শর্ত হলো নিজেকে তোমার এতটাই বিনয়ী করতে হবে যেন তুমি স্রেফ ধুলো আর ছাই। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
প্রিয় হৃদয়! কখনো ভেবো না তুমি অন্যদের চেয়ে উত্তম। অপরের দুঃখগুলো সহানূভুতির সাথে শোনো। তুমি যদি শান্তি চাও, খারাপ চিন্তাগুলোকে মনের মাঝে রেখো না, পরনিন্দা কোরো না এবং এমন কিছু শেখাতে যেয়ো না যা তুমি জানো না। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
অর্ধেকটা জীবন হারিয়ে যায় অন্যদের খুশি করতে গিয়ে।
বাকি অর্ধেকটা হারায় অন্যদের কারণে তৈরি হওয়া দুশ্চিন্তা ও উৎকন্ঠায়।
এই খেলা ছাড়ো, যথেষ্ট খেলেছো তুমি।
~ জালালুদ্দিন রুমী

* * * * *
আমি তোমার প্রাণ জুড়াবো, আরোগ্য করবো ,
আমি তোমায় এনে দেবো গোলাপগুচ্ছ।
তবে আমিও যে ভরে আছি অজস্র কাঁটায়।
~ জালালুদ্দিন রুমী