১৫ এপ্রি, ২০১২

নতুন বছরের প্রত্যয়

আজ নতুন বছরের প্রথম দিন। ১৪১৯ বঙ্গাব্দের পহেলা বৈশাখ। বহুদিনের পুরোনো বাংলার সংস্কৃতির সবচাইতে উল্লেখযোগ্য জিনিসটি ছিলো -- হালখাতা। হালখাতার আইডিয়াটা আমার কাছে দারুণ লাগতো। পুরোনো সবকিছুর হিসাব নিকাশ করে নতুন একটা খাতা খোলা। সেই সুযোগে একটা পুনর্মিলনী হওয়া, একটা নতুন উৎসবের আমেজ পাওয়া।

এই সুযোগে আমিও নিজের চিন্তা আর কাজের হালখাতা খুললাম। সেটাতে যা যুক্ত হলো, তা হলো -- নতুন কিছু পরিকল্পনা। আপাতত যা ঠিক করলাম তা হলোঃ

  •  আজ থেকে সময় নষ্ট করবো না
  •  খারাপ কথা বলবো না, গালাগালি করবো না
  •  যেসব জায়গায় সময় নষ্ট হয়, তা এড়িয়ে চলবো
  •  মিথ্যা কথা বলবো না। এমন কাজ যদি থাকে যেখানে মিথ্যা বলার চান্স আছে -- সে কাজগুলো এড়িয়ে যাবো
  •  প্রতিদিন ৫টি করে ইংরেজি শব্দ শিখবো। বছর শেষে হবে বিশাল শব্দভান্ডার (vocabulary) হবে। প্রতিদিন অন্ততঃ একটা ইংরেজি আর্টিকেল পড়বো।
  •  ইংরেজি শিখবো কারণ পৃথিবীর চমৎকার সব সাহিত্য আর জ্ঞানের ভান্ডারগুলো যে ভাষারই হোক না কেন, তা প্রথমেই অনুবাদ হয় ইংরেজিতে। এই বিশাল জ্ঞানভান্ডারের রত্নগুলো আমার ঘরে আনতে চাই। তাছাড়া নিজের দেশের সুন্দর জিনিসগুলো পৃথিবীময় ছড়িয়ে দিতেও এই ভাষায় দক্ষতা দরকার হবে।
  •  প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবোই ইনশাআল্লাহ। নামায হলো বেহেশতের চাবি।
  •  প্রতিদিন কুরআনের অন্তত ১/২ আয়াত অর্থসহ (সম্ভব হলে তাফসির) সহ পড়বো, মাত্র ১০-১৫ মিনিট লাগবে। কারণ, কুরআন আখিরাতে আমাদের জন্য শাফায়াত করবে। আর পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান আমাদের প্রতি আল্লাহর পাঠানো এই বইটিতেই আছে। আমি জীবনটাকে সুন্দর আর অর্থপূর্ণ করতে চাই।
  •  প্রতিদিন অন্তত ১ জন মানুষকে অনাকাংখিত উপকার করে চমকে দিবো। দিনে একজনকে খুশি করতে পারলে বছর শেষে ৩৬৫ জন মানুষকে খুশি করতে পারবো খুউউব সহজেই!! কাজগুলো যেমন হতে পারেঃ
  •  রিকসাওয়ালার সাথে মোটামুটি দামাদামি করে উঠে নামার সময় কয়টা টাকা বেশি দিয়ে দেয়া যেতে পারে।
  •  আমার কলিগের যখন পানি খেতে ইচ্ছা হচ্ছে টাইপ কিছু বললেন, তখন তার জন্য পানি নিয়ে এসে সেটা তার হাতে তুলে দেয়া।
  •   রাস্তার মাঝে ইট থাকলে সেটাকে তুলে দূরে কোথাও সরিয়ে রেখে দেয়া।
  • আব্বা-আম্মা, ভাই-বোন বা রুমমেটের জন্য তাদের পছন্দের কোন একটা খাবার কিনে নিয়ে যাওয়া। সেটা চকোলেট টাইপের কিছু হলেও হতে পারে।
  •  কাউকে ভারী কোন ওজন বহন করতে দেখলে সেটিকে কিছু পথ এগিয়ে সাহায্য করা।

আল্লাহ আমাদের চিন্তা আর নিয়্যাতে বারাকাহ দিন এবং চেষ্টাগুলোকে কবুল করে নিন। নিজেকে গড়ার কাজে অংশ নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতন একটা সমাজ আর রাস্ট্র গড়ে তোলার তাওফিক দিন। সবাইকে নতুন বছরের প্রথম দিনে শুভেচ্ছা জানাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।