জুমু'আর সলাতে নিয়মিত হয়েছিলাম যতদূর মনে পড়ে সেই ক্লাস ওয়ান-টু থেকে, সাত
বছর বয়সের সময়েই। খুবই অপ্রত্যাশিত ঘটনা ছাড়া কোনদিন মিস করেছি বলে মনে
পড়েনা। তবে আজকের মতন ব্যতিক্রম দিন খুব বেশি ছিলো না। আজ সলাতের পরে একজন
মাইয়্যেতের জানাজা পড়লাম। এরপর সম্মানিত ইমাম সাহেবের সাথে দু'আতে হাত
তুলেছিলাম তিন-চারতলা বিশাল মসজিদে হাজার হাজার মুসল্লি একসাথে-- এরকম
উচ্চস্বরে কান্নার শব্দ আমি জুমু'আর সময়ে শুনিনি আগে। সাভারে নিহত দ্বীনি
ভাইবোনদের জন্য জান্নাতের দু'আ, অসুস্থদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দু'আ
মহান আল্লাহর কাছে। দু'আর সময়ে সব মানুষের সাথেই আবেগ বাঁধ মানছিল না --
সবাই জানে এ কেমন দুর্যোগ চলছে। বিশাল বিশাল স্লাবের নিচে চাপা পড়ে থাকা
হাড়গোড় গুঁড়া হয়ে যাওয়া মানুষদের কথা মনে হচ্ছিলো। আমার শরীরের একটা
ইনজুরির কারণে আমি প্রতিদিন যে কষ্ট পাই, ভাবছিলাম ঐ মানুষগুলোর কী সীমাহীন
কষ্টই না হচ্ছে। আল্লাহ তাদের শিফা দান করুন, তাদের গুনাহ মাফ করুন,
তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুনভরা মসজিদে আমিন আমিন বলে যখন, অদ্ভুত
একটা অনুভূতি হয় --প্রতিটি মানুষ এক আল্লাহর কাছেই চাইছি, কেবল তার কাছেই
সব অসহায়ত্বকে সঁপে দিচ্ছি। সুবহানাল্লাহ! মুসলিম হওয়া উপলব্ধির বিষয়, আজ
আবার টের পেলাম।
সম্মানিত ইমাম সাহেব দু'আ করলেন দেশের জন্য, গোটা মুসলিম উম্মাহর জন্য। আরবিতে খুতবার সময়ে মুসলিম উম্মাহর জন্য তিনবার করে দু'আ করেছেন, মুসিবাত থেকে মুক্তির জন্যেও। দু'আ হলো আমাদের দুনিয়া ও আখিরাতের আজাব থেকে ক্ষমা চেয়ে, কবরে থাকা সকল দ্বীনি ভাই ও বোনদের জন্য। পৃথিবীর সব দেশের মুসলিম মজলুম ভাইদের জন্য দু'আ চাইলাম আমরা। আরবি খুতবায় আদ, সামুদ, কওমে লুত, কওমে নূহের কথা যখন স্মরণ করা হচ্ছিলো তখন সেই বিভীষিকা আর ভয়াবহতার কথা মনে করে বুক কেঁপে উঠলো যেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমাদের দেশের বিষয়টা আমরা জানি। প্রতিটি ঘরের আশেপাশেই পাওয়া যায় যেন সেই অন্যায় অর্থ, মানুষকে ঠকিয়ে সুদ-ঘুষে অট্টালিকা ও ব্যাঙ্ক ব্যালেন্স করা মানুষ। আমাদের অন্যায় ও খোদাদ্রহিতার নজীর রেখে দিচ্ছি প্রতিটি কাজে, প্রতিটি ইটের খাঁজে। কিছু মানুষের সীমাহীন দুর্নীতি আর প্রাচুর্যের প্রতিযোগিতা, মনুষ্যত্ব হারিয়ে পশুর চাইতে নিচু থেকে নিচু স্তরে চলে যাওয়ার এক নিদর্শন এই সাভার রানা প্লাজা। এমন হাজার হাজার রানা ও রানা-প্লাজা আমাদের সমাজে তৈরি হয়েছে। আল্লাহ আমাদের হিদায়াত দিন, এই দেশ ও এই সমাজকে তিনি যেন রক্ষা করেন। মুসলিম হিসেবে আমাদের গাফিলতি এর পেছনে দায়ী আমরা জানি, কিন্তু হে রাহমান, আপনি আমাদের দয়া করেন। হে আমাদের রব! আমাদেরকে আপনার ক্রোধ থেকে মুক্তি পেয়ে আপনার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন।
২৬ এপ্রিল, ২০১৩
সম্মানিত ইমাম সাহেব দু'আ করলেন দেশের জন্য, গোটা মুসলিম উম্মাহর জন্য। আরবিতে খুতবার সময়ে মুসলিম উম্মাহর জন্য তিনবার করে দু'আ করেছেন, মুসিবাত থেকে মুক্তির জন্যেও। দু'আ হলো আমাদের দুনিয়া ও আখিরাতের আজাব থেকে ক্ষমা চেয়ে, কবরে থাকা সকল দ্বীনি ভাই ও বোনদের জন্য। পৃথিবীর সব দেশের মুসলিম মজলুম ভাইদের জন্য দু'আ চাইলাম আমরা। আরবি খুতবায় আদ, সামুদ, কওমে লুত, কওমে নূহের কথা যখন স্মরণ করা হচ্ছিলো তখন সেই বিভীষিকা আর ভয়াবহতার কথা মনে করে বুক কেঁপে উঠলো যেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমাদের দেশের বিষয়টা আমরা জানি। প্রতিটি ঘরের আশেপাশেই পাওয়া যায় যেন সেই অন্যায় অর্থ, মানুষকে ঠকিয়ে সুদ-ঘুষে অট্টালিকা ও ব্যাঙ্ক ব্যালেন্স করা মানুষ। আমাদের অন্যায় ও খোদাদ্রহিতার নজীর রেখে দিচ্ছি প্রতিটি কাজে, প্রতিটি ইটের খাঁজে। কিছু মানুষের সীমাহীন দুর্নীতি আর প্রাচুর্যের প্রতিযোগিতা, মনুষ্যত্ব হারিয়ে পশুর চাইতে নিচু থেকে নিচু স্তরে চলে যাওয়ার এক নিদর্শন এই সাভার রানা প্লাজা। এমন হাজার হাজার রানা ও রানা-প্লাজা আমাদের সমাজে তৈরি হয়েছে। আল্লাহ আমাদের হিদায়াত দিন, এই দেশ ও এই সমাজকে তিনি যেন রক্ষা করেন। মুসলিম হিসেবে আমাদের গাফিলতি এর পেছনে দায়ী আমরা জানি, কিন্তু হে রাহমান, আপনি আমাদের দয়া করেন। হে আমাদের রব! আমাদেরকে আপনার ক্রোধ থেকে মুক্তি পেয়ে আপনার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন।
২৬ এপ্রিল, ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে