রাতের দ্বিপ্রহরে ঝুম বৃষ্টি... বৃষ্টিফোঁটাদের তীব্রবেগে কংক্রিটের রাস্তায়, ইটপাথরের ভবনগুলোর দেয়ালে আছড়ে পড়ার শব্দ কানে আসছে। দিনভর উত্তপ্ত আবহাওয়া পেরিয়ে আসা এই প্রকৃতিতে যেন নিমিষেই শীতল স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে আকাশ ভেঙ্গে অঝোর ধারায় নেমে আসা পানির ধারা... বর্ষাধারা ঝরে যাওয়ায় একটা অন্যরকম গন্ধ এখন প্রকৃতিতে...
এই বৃষ্টি এক অদ্ভুত সুন্দর সৃষ্টি আল্লাহর যা মানব মনকে সবসময় স্নিগ্ধ আর্দ্র ও সতেজ করেছে। মনের মাঝে অন্যরকম এক দ্যোতনা, এক ভিন্ন রকম অনুভূতি এনে দেয় বর্ষাধারা। আলহামদুলিল্লাহ! প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে এমন অসাধারণ সৌন্দর্য অনুভব করার যোগ্যতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন।
সুবহানাল্লাহ! সেই দু'আ করার সময় এখন, "আল্লাহুম্মা সাইয়্যিবান নাফি'আন"... আমরা চোখ বন্ধ করে তো বৃষ্টি চাই না, আমরা আল্লাহর কাছে উপকারী বৃষ্টি প্রার্থনা করি। বৃষ্টির সময় দু'আ কবুলের একটা সময়। আল্লাহর কাছে উপকারী বৃষ্টি চেয়ে মন খুলে এই নিয়ামাতকে উপভোগ করতে করতে দু'আ করার সময় সেটা...
সূর্যের উত্তাপে ঝলসে থাকা গাছের পাতারা এখন পানির স্নিগ্ধতার স্পর্শ পাবে। দিনভর আল্লাহর বান্দারা কষ্ট করেছে গরমে, তারাও পাবে অদ্ভুত এক শীতল স্নিগ্ধ অনুভূতির সুখস্পর্শ। আলহামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত নিয়ামাতই না আমাদেরকে দিয়েছেন! হে আল্লাহ! আমাদেরকে দয়া করেন, আপনি তো দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।
রাত্রির দ্বিপ্রহর, ঢাকা।
৩১ আগস্ট, ২০১৪
এই বৃষ্টি এক অদ্ভুত সুন্দর সৃষ্টি আল্লাহর যা মানব মনকে সবসময় স্নিগ্ধ আর্দ্র ও সতেজ করেছে। মনের মাঝে অন্যরকম এক দ্যোতনা, এক ভিন্ন রকম অনুভূতি এনে দেয় বর্ষাধারা। আলহামদুলিল্লাহ! প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে এমন অসাধারণ সৌন্দর্য অনুভব করার যোগ্যতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন।
সুবহানাল্লাহ! সেই দু'আ করার সময় এখন, "আল্লাহুম্মা সাইয়্যিবান নাফি'আন"... আমরা চোখ বন্ধ করে তো বৃষ্টি চাই না, আমরা আল্লাহর কাছে উপকারী বৃষ্টি প্রার্থনা করি। বৃষ্টির সময় দু'আ কবুলের একটা সময়। আল্লাহর কাছে উপকারী বৃষ্টি চেয়ে মন খুলে এই নিয়ামাতকে উপভোগ করতে করতে দু'আ করার সময় সেটা...
সূর্যের উত্তাপে ঝলসে থাকা গাছের পাতারা এখন পানির স্নিগ্ধতার স্পর্শ পাবে। দিনভর আল্লাহর বান্দারা কষ্ট করেছে গরমে, তারাও পাবে অদ্ভুত এক শীতল স্নিগ্ধ অনুভূতির সুখস্পর্শ। আলহামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত নিয়ামাতই না আমাদেরকে দিয়েছেন! হে আল্লাহ! আমাদেরকে দয়া করেন, আপনি তো দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।
রাত্রির দ্বিপ্রহর, ঢাকা।
৩১ আগস্ট, ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে