৯ ফেব, ২০১৪

আপনার অস্থিরতা এবং অশান্তিগুলোর একটি সহজ সমাধান


আমরা কে না অশান্তিতে থাকি? কার হৃদয়টা অস্থির নয়? আমার এটুকু জীবনে আমি স্কুল-কলেজ-ভার্সিটি-অফিসের সর্বত্রই অস্থির মানুষের প্রবল বিচরণ দেখেছি, নিজের কথা তো জানিই। বিষয়টা হলো, এই অস্থিরতা কেন? অশান্তিটা কেন? কীভাবে তার সমাধান করা যেতে পারে তা ভেবে কে কী করলাম সেটা গুরুত্বপূর্ণ।

মাঝে মাঝেই জীবনে পেছন দিকে তাকিয়ে অনুভব করি, এই গোটা জীবনের কত পরিশ্রম - স্কুল, কলেজে কতই না কষ্ট করে সবাই পড়ে। জীবনের ছোট ছোট আচরণগুলো আব্বা-আম্মা শিক্ষা দেন, শিক্ষকরা শেখান। আমরা নিজেদের গড়ি। শার্টের বুকের বোতামটা খোলা না রাখাও শিক্ষা, বড়রা সামনে থাকলে পায়ের উপরে পা তুলে না-বসাও একটা শিক্ষা। কাউকে পানি খেতে এগিয়ে দিলে উপরে ধরতে হয় না, কারণ তিনি যেখানে মুখ দিবেন সেখানে আমার হাত না-লাগা উচিত -- এটাও একটা শিক্ষা। এমন হাজারো শিক্ষা গলাধঃকরণ করে তবু সবাই একসময় কেমন যেন উলটে যায়, জীবনের লক্ষ্য কী জিজ্ঞাসা করলে অন্তঃসারশূণ্য কথা বলে। অনেক পিএইচডি ডিগ্রিধারী মানুষও সম্পূর্ণ মূর্খদের মতন কথা বলে একসময়, কারণ তাদের জীবনটা কোন একটা সময় এমন কিছু লক্ষ্যে গড়তে শুরু করেছিলেন তারা, যা হয়ত কেবলই পৃথিবীর বস্তুগত বিষয়ভিত্তিক, তাতে আমাদের জীবন, এই অন্তর, এই সত্ত্বার অস্তিত্ব, ভবিষ্যত নিয়ে ভাবনার কোন খোরাক ছিলনা। মনগড়া জীবনদর্শন দিয়ে জীবনকে চালিয়ে নেয়া...

আমি অনেক মানুষের সাথে মিশেছি, যাদের কাছে বেশিরভাগ সময়েই আমাদেরকে আল্লাহ যেভাবে চলতে বলেছেন, তাতে কী বলেছেন এবং সেভাবে চলার যে সৌন্দর্য ও আনন্দ --সেটা পরিষ্কার হয়নি। যেই আমি এখন লিখছি, আমার নিজের কাছেও সেই বিষয়গুলো যত বেশি অস্পষ্ট ছিলো, যার ফলে মুক্তি আর শান্তির জন্য যে গভীর আকাঙ্খা থাকে ভেতরে, তা ইসলাম মানতে বা শিখতে ততটাই উদাসীন ছিলো। আমরা প্রতিদিন বিভিন্ন অর্থহীন কাজে সময় নষ্ট করি, যেসব কাজের শেষে বুক খা-খা করা শূণ্যতা অনুভব হয়। আমাদের অন্তর কঠিন হয়ে যেতে থাকে প্রতিদিন, আল্লাহর সাথে দুরত্বও বেড়ে যেতে থাকে, অথচ তাকে ডাকলেই তিনি আমাদের কথা শোনেন, তবু আমরা স্মুরণ করিনা, মুক্তির দিকে পা বাড়াই না...

আমার উপলব্ধি হলো, যে এই জীবনটার অর্থ যত গভীর করে বুঝতে পারে, আল্লাহর প্রতি আকর্ষণ তার ততই বেশি হয়, অন্তর তার ততই প্রশান্ত হয়, জীবন তার ততই সহজ হয়। বাস্তব কথা হলো, আমাদের সবার জীবনেই পরিবর্তন আমরা চাই, তবে এই পরিবর্তনটা যেন হয় সুন্দর, যেন হয় শান্তি আনয়নকারী এটাই আমাদের চাওয়া। তবে একটা সত্যি কথা হলো, তখনই আমাদের পরিবর্তন শুরু হয় যখন আমরা পরিকল্পনা গ্রহণ করি, প্রত্যয়ী হই নিজেকে সুন্দর করতে, উন্নত করতে, শান্তি পেতে...


♥ ♥

আমার যে ভাই বা বোন এই লেখাটি পড়ছেন, যদি শান্তির পথের এই অভিযাত্রায় আপনি নতুন হয়ে থাকেন, আপনার প্রতি আমার আকুল অনুরোধ:
  • আপনি অনুগ্রহ করে আজই নামাজে নিয়মিত হোন। একান্ত উপায় না পেলে অন্তত ফরজ নামাজটুকু পড়ুন।
  • কুরআনুল কারীমের একটা আরবি এবং বাংলা সংবলিত একটা গ্রন্থ কিনে ফেলুন। কুরআন পড়লে দেখবেন অন্তর কেমন প্রশান্ত হয়।
  • অবশ্যই 'রিয়াদুস সালেহীন' নামের হাদিস সংকলনটি কিনে ফেলুন।

এই বইটি যখন আপনি পাতা উল্টাবেন, আপনি দেখবেন যেই মানুষটার জীবনে রয়েছে 'সর্বোত্তম আদর্শ' তিনি কীভাবে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোকে পৃথিবীকে কল্যাণময় করে অনন্ত জীবনের প্রাপ্তিকে নিশ্চিত করার উপায় শিখিয়ে দিচ্ছেন। আপনার অন্তরকে তিনি এমন কিছু কথা শেখাবেন, যা আমাদের রাহমানের আলোয় আলোকিত। কুরআনে আল্লাহ আমাদের সাথে কথা বলেন, আমাদের জীবনটা তিনি অর্থপূর্ণতায় ভরিয়ে দেন। প্রতিটা মূহুর্ত যেন বাঙময় হয়ে ওঠে... এই বিষয় নিয়ে কথা বলার যোগ্যতাও আমার নেই, তবু আমি লিখছি শুধু এই দুঃসাহসে, আমার গভীরতম আহবান এটাই, আমরা যেন এগিয়ে যাই সামনের দিকে, যেন কিছুতেই বসে না থাকি।

রিয়াদুস সলিহীন বইটি ইমাম আন-নওওয়ির (রাহিমাহুল্লাহ) সংকলন। আমার ক্ষুদ্রজ্ঞানে জানি, হাদিসের ব্যাপারে তিনি ছিলেন অতুলনীয় ও গভীর জ্ঞানের একজন মানুষ, হাদিসের বিষয়বস্তু, বিশুদ্ধতা ও প্রয়োজনীয়তাসহ আরও অনেক বিচারে এই গ্রন্থটি এক বিশেষ উচ্চতায় অধিষ্ঠিত। তাই যুগ যুগ ধরে সারা পৃথিবীতে এই বইটি ছড়িয়েছে, বহুল পাঠও হয়েছে। অ-ইসলামিক পরিবেশে বড় হওয়া আমাদের হাতে সময় কম থাকে, মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে --এমন কঠিন সময়ে নিজেদের উন্নত করার চেষ্টাও আবশ্যক। অনুগ্রহ করে বইটি কিনে ফেলুন আজই, শুরু হোক রবের আলোয় পথচলা। মনে রাখবেন, আপনার এই পথচলা শুরু করলেই আল্লাহ আপনার চারপাশকে বদলে দিবেন, আপনার জন্য জীবনকে আরো সুন্দর করার সুযোগ এনে দিবেন ধীরে ধীরে ইন শা আল্লাহ... সবার জীবনেই এমন হয়, শেখা ও পালন করার সিদ্ধান্তটাই অনেক বড়, পরিবর্তনের শুরু সেখানেই। প্রতিদিন নামাজের পর বইটি ধরে পাতা ওলটাতে থাকুন, দেখবেন, ইনশা আল্লাহ এগিয়ে যেতে থাকবেন সুন্দরের পথে। প্রশান্ত হবে হৃদয়...  
  • আপনাকে হয়ত কিছু আইডিয়া দিতে পারে এই লেখাটি: http://idream4life.blogspot.com/2013/01/blog-post_1.html
  • সেইসাথে #গ্রন্থচারণ ক্যাটাগরিতে লেখা কিছু লেখা হয়ত এই ক্ষুদ্র আমার ছোট্ট অভিজ্ঞতাগুলো আপনাকে কোন চিন্তার খোরাক দিতে পারে: http://idream4life.blogspot.com/search/label/reading

আল্লাহ আমাদেরকে সেই দিনটির জন্য প্রস্তুত হবার তাওফিক দিন, যেদিন আমরা সবাই কপর্দকশূণ্য, অসহায়, ভীত-সন্ত্রস্ত থাকবো; সেদিন যেন দয়াময় আল্লাহ তার দয়ার ও রাহমাতের চাদরে তিনি আমাদের আচ্ছন্ন রাখেন। দুনিয়ার জীবনকে যেন আল্লাহ রাহমাত ও বারাকাহ দিয়ে ভরিয়ে দেন, আমরা যেন প্রশান্তচিত্তে এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি যখন আল্লাহ আমাদের উপরে সন্তষ্ট, আমরাও তার উপরে সন্তুষ্ট। আল্লাহ যেন আমাদের জ্ঞানে ও কাজে বারাকাহ দেন। আল্লাহ যেন আমাদের কাজগুলোকে কবুল করেন।

[০৯ ফেব্রুয়ারি, ২০১৪]

1 টি মন্তব্য:

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে