এমন একটা বইয়ের নাম বলবো যা হয়ত কারো জীবন বদলে দিবে। আমার খুব প্রিয়
বইটার কথা বলতে চাইছি, যে বইটি আমার জীবনে একটি ভিন্ন ধরণের কল্যাণময়তার
মাত্রা সৃষ্টি করেছে তা আমি নিঃসন্দেহে ও নিঃসঙ্কোচে বলতে পারি,
আলহামদুলিল্লাহ। আগে কিছু দু'আ জানতাম কুরআন পড়তে পড়তে এবং হাদিস থেকে।
সেগুলোই ঘুরে-ফিরে পড়তাম। একসময় এক ছোট ভাইয়ের কল্যাণে "আযকারে মাসনূনাহ"
বইটি হাতে পেলাম। বেশি বেশি দু'আ করার আগ্রহ ছিলো, তাই হাতে নিয়েও নিলাম।
এরপর আমরা অনেকেই একবারে ৩-৪ কপি করে কিনেছি যেন নিকট বন্ধু ও আত্মীয়দের
হাদিয়াস্বরূপ বইটি দেয়া যায়। বইটা পড়ে জানতে পেরেছি কেমন পরিস্থিতিতে, কোন
বিষয়গুলোতে আমাদের প্রিয় নবী, দুনিয়ার সেরা মানুষ রাসূল (সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) কীভাবে কোন কোন দু'আ করেছিলেন।
দু'আ একটি ইবাদাত। আল্লাহ আমাদের প্রতিটি দোয়া শোনেন। দোয়া আমাদের ভাগ্য ফিরায়। সারাদিনই কাজের ফাঁকে ফাঁকে, চলার পথে-পথে তাই অনেক দোয়া করা প্রয়োজন! দোয়া যখন সেরা মানুষটার শেখানো অথবা আল্লাহর শেখানো দোয়া হয়, তখন তার কবুলের সম্ভাবনাও অন্য এক উচ্চমাত্রা পায়। আর পড়ার সময়েও মনে হয় নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দু'আটি পড়েছিলেন... সেই অনুভূতিটা বুককে আরো বেশি করে কাঁপিয়ে দেয়, আল্লাহর স্মরণকে আরো জাগরূক ও নিবিড় করে দেয়... সুবহানাল্লাহ!!
'আযকারে মাসনূনাহ' সংকলন করেছেন ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ), এমন মহান আলেমের করা কাজ বইটি --যা সহীহ এবং সুন্দর দোয়ার সংগ্রহ। বইটির একদম শেষে 'হীরার টুকরা' নামের একটি অধ্যায় আছে, তার বর্ণনায় আছে 'রাসূল (সা) যা নিয়মিত আমল করতেন এবং সাহাবাদের (সা) শিক্ষা দিতেন'। এই দোয়াগুলো তো খুব বেশিই সুন্দর, সুবহানাল্লাহ!
বইটির প্রকাশকের (রাহিমাহুল্লাহ) কথা থেকে একটা অংশ তুলে দিচ্ছি --
দু'আ একটি ইবাদাত। আল্লাহ আমাদের প্রতিটি দোয়া শোনেন। দোয়া আমাদের ভাগ্য ফিরায়। সারাদিনই কাজের ফাঁকে ফাঁকে, চলার পথে-পথে তাই অনেক দোয়া করা প্রয়োজন! দোয়া যখন সেরা মানুষটার শেখানো অথবা আল্লাহর শেখানো দোয়া হয়, তখন তার কবুলের সম্ভাবনাও অন্য এক উচ্চমাত্রা পায়। আর পড়ার সময়েও মনে হয় নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দু'আটি পড়েছিলেন... সেই অনুভূতিটা বুককে আরো বেশি করে কাঁপিয়ে দেয়, আল্লাহর স্মরণকে আরো জাগরূক ও নিবিড় করে দেয়... সুবহানাল্লাহ!!
'আযকারে মাসনূনাহ' সংকলন করেছেন ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ), এমন মহান আলেমের করা কাজ বইটি --যা সহীহ এবং সুন্দর দোয়ার সংগ্রহ। বইটির একদম শেষে 'হীরার টুকরা' নামের একটি অধ্যায় আছে, তার বর্ণনায় আছে 'রাসূল (সা) যা নিয়মিত আমল করতেন এবং সাহাবাদের (সা) শিক্ষা দিতেন'। এই দোয়াগুলো তো খুব বেশিই সুন্দর, সুবহানাল্লাহ!
বইটির প্রকাশকের (রাহিমাহুল্লাহ) কথা থেকে একটা অংশ তুলে দিচ্ছি --
"মানুষের শক্তি ও ক্ষমতা এবং জ্ঞান ও নৈপুণ্য সীমিত। আল্লাহর তাওফিক ছাড়া একটি কাজও করতে এবং এক পা-ও এগিয়ে যেতে সে সক্ষম নয়। তাই জীবনের প্রতিটি বাঁকে, প্রতি মূহুর্তে তাকে নিবেদন করতে হয় ও আর্জি জানাতে হয় আল্লাহর কাছে, তার কাছে তাওফিক চাইতে হয়। যেহেতু তার শক্তি-সামর্থ্য এবং যোগ্যতা ও নৈপুণ্য সীমিত সে কারণে পরিবেশ-পরিস্থিতি, পারিপার্শ্বিকতা এবং সময় ও মাত্রাজ্ঞানও সীমিত। তাই উপযুক্ত ভাব, ভাষা, শব্দ, আবেগ ও ব্যঞ্জনা দিয়ে যথাযথভাবে সে তার আবেদন নিবেদন আল্লাহর কাছে পেশ করতেও অক্ষম। কোন কোন পরিবেশে কেমন ভাষা, ভাব ও আবেগ নিয়ে আল্লাহর কাছে আর্জি পেশ করতে হয় তা আমরা রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবন থেকে জানতে পারি এবং সেগুলোই আমাদের জন্য নমুনা।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জীবনে বিভিন্ন অবস্থা ও পরিবেশে রাব্বুল আলামীনের দরবারে তার একনিষ্ঠ বান্দা হিসেবে একান্ত নিবেদিত চিত্তে দাসত্বের তীব্র অনুদ্ভূতি ও আবেগ নিয়ে যেসব দু'আ করেছেন সেগুলোর একটি অংশ সংকলিত করেছেন ইমাম ইবনুল কাইয়েম।"
বইটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য:
নাম: আযকারে মাসনূনাহ,
সংকলক: ইমাম ইবনে কাইয়েম,
প্রকাশক: বাংলাদেশ ইসলামিক সেন্টার,
মূল্য: ৪০ টাকা।
# দু'আ সম্পর্কিত রিয়াদুস সলিহীন গ্রন্থের কিছু হাদিস: http://goo.gl/3bo3mf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে