যদি জানতাম কবিতা লিখে কোন ব্যবধান কমানো যাবে,
যদি বুঝতাম একটা কবিতা কখনো হৃদয়ের জ্বালা জুড়াবে ,
হয়ত কবিতা লিখতে বসতাম আমি, অল্প ক'টা লাইনের।
কবিতাকে ফেলে রেখে এসেছি বহুদূর, ইচ্ছে করেই, সজ্ঞানে।
যেদিন বুঝেছি কাব্যবিলাস নিতান্তই সময়ক্ষেপন। এই বিশাল
পৃথিবীর মাঝে কোন পরিবর্তন হয়না কবিতায়, কোন বেলায়।
ক্ষুদ্র এই জীবনে নিন্তান্ত শব্দমোহে, শব্দচ্ছটায় আলোকিত হয়ে
হয়ত রুচবে না আমার অভাগা ভাইদের না খাওয়া একটা বেলা।
রক্তাক্ত ভাইয়ের যন্ত্রণার উপশম হবেনা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে।
ভোরের আলোর স্নিগ্ধতায় হৃদয়ের বিচ্ছিন্ন যন্ত্রণাগুলোকে বিন্যস্ত করতে
কীবোর্ড চেপে লিখছি কিছু কথা, যাকে আমি বলি আচমকা সৃষ্ট অকবিতা।
যে শব্দগুচ্ছের মাঝে কষ্ট, শূণ্যতা আর একরাশ সহমর্মিতা লুকিয়ে আছে।
স্বপ্ন কারখানা
০৪ আগস্ট, ২০১৩
যদি বুঝতাম একটা কবিতা কখনো হৃদয়ের জ্বালা জুড়াবে ,
হয়ত কবিতা লিখতে বসতাম আমি, অল্প ক'টা লাইনের।
কবিতাকে ফেলে রেখে এসেছি বহুদূর, ইচ্ছে করেই, সজ্ঞানে।
যেদিন বুঝেছি কাব্যবিলাস নিতান্তই সময়ক্ষেপন। এই বিশাল
পৃথিবীর মাঝে কোন পরিবর্তন হয়না কবিতায়, কোন বেলায়।
ক্ষুদ্র এই জীবনে নিন্তান্ত শব্দমোহে, শব্দচ্ছটায় আলোকিত হয়ে
হয়ত রুচবে না আমার অভাগা ভাইদের না খাওয়া একটা বেলা।
রক্তাক্ত ভাইয়ের যন্ত্রণার উপশম হবেনা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে।
ভোরের আলোর স্নিগ্ধতায় হৃদয়ের বিচ্ছিন্ন যন্ত্রণাগুলোকে বিন্যস্ত করতে
কীবোর্ড চেপে লিখছি কিছু কথা, যাকে আমি বলি আচমকা সৃষ্ট অকবিতা।
যে শব্দগুচ্ছের মাঝে কষ্ট, শূণ্যতা আর একরাশ সহমর্মিতা লুকিয়ে আছে।
স্বপ্ন কারখানা
০৪ আগস্ট, ২০১৩
bah (Y)
উত্তরমুছুনআচ্ছা ! :)
মুছুন