নদীর স্রোতধারার গভীরতা মাপতে যেয়ে কখনো দু'টি পা-ই ডুবিয়ো না।
যে ফুল উপহার দেয়, তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে।
পাখি এই কারণে গান গায় না যে সে কোন প্রশ্নের উত্তর জানে। পাখি গান গায় কারণ তার একটি গান আছে।
ধীরগতিতে বড় হবার কারণে ভয় পেয়ো না, ভয় করো স্থির হয়ে দাঁড়িয়ে থাকাকে।
কাউকে একটি মাছ দিলে তাকে তুমি একদিন খেতে দিলে, কাউকে মাছ ধরা শিখিয়ে দিলে তুমি তাকে সারাজীবন খাওয়ার সুযোগ করে দিলে।
তুমি যা করো তা যদি তুমি কাউকে জানতে দিতে না চাও, তাহলে সে কাজ কখনো করিয়ো না।
ভালো উপদেশ তিতা ঔষধের মতন।
চরিত্রে যদি সৌন্দর্য থাকে তাহলে ঘরে মিল থাকবে। ঘরে মিল থাকলে তা জাতির মাঝে শৃঙ্খলা বয়ে আনবে। জাতির মাঝে যদি শৃঙ্খলা থাকে, তাহলে পৃথিবীতে শান্তি আসবে।
"চেষ্টা" শব্দটি বুঝায় সাহস, "পারি" শব্দটি বুঝায় ক্ষমতা।
নদীর পাশে দাঁড়িয়ে মাছের আশা করে বসে থেকো না, বাড়ি ফিরে যাও এবং জাল বুনে নিয়ে এসো।
....
উৎস: স্পিরিট সাইন্স ডট নেট