মু'মিনের জীবন তো ঝড় তুফানের আঘাতে জর্জরিত থাকবেই। একজন শাইখের আলোচনায় শুনেছিলাম যিনি কুর'আনুল কারীমের কিছু কথা নিজের ভাষায় বলছিলেন, মুমিনের জীবনের তুলনা সেই ঘাস-লতাপাতার মতন; প্রতিটি দমকা বাতাসের মতন বিপদাপদ যাদের নুইয়ে দেয়, কষ্টভরা হৃদয়ে আল্লাহর কাছে সমর্পিত হওয়ায়। আর কাফিরদের জীবন সেই বৃক্ষের মতন যা ছোটখাটো ঝড়ো বাতাসে ঠায় দাঁড়িয়ে থাকে কিন্তু জোরে কোন ঝড় এলে তা শেকড়শুদ্ধ উপড়ে যায়।
আলহামদুলিল্লাহ যে তিনি ভালোবেসে বিপর্যয় দান করেন। আলহামদুলিল্লাহ বিপদগুলো আরো বড় হতে পারতো কিন্তু হয়নি। আলহামদুলিল্লাহ জীবনের দুঃখ-কষ্ট ও মুসিবত আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসে, তার কাছে বিনম্রভাবে সিজদাবনত করায়...
জানি সমস্ত ক্ষমতা কেবলই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, ইজ্জত দেন; তিনি যাকে ইচ্ছা জিল্লতি দেন, বেইজ্জতি দেন। তিনি যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দেন। নিশ্চয়ই আমরা সবাই আল্লাহরই এবং তার কাছেই সবাই ফিরে যাবো। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
[০৭ ফেব্রুয়ারি, ২০১৫]
আলহামদুলিল্লাহ যে তিনি ভালোবেসে বিপর্যয় দান করেন। আলহামদুলিল্লাহ বিপদগুলো আরো বড় হতে পারতো কিন্তু হয়নি। আলহামদুলিল্লাহ জীবনের দুঃখ-কষ্ট ও মুসিবত আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসে, তার কাছে বিনম্রভাবে সিজদাবনত করায়...
জানি সমস্ত ক্ষমতা কেবলই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, ইজ্জত দেন; তিনি যাকে ইচ্ছা জিল্লতি দেন, বেইজ্জতি দেন। তিনি যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দেন। নিশ্চয়ই আমরা সবাই আল্লাহরই এবং তার কাছেই সবাই ফিরে যাবো। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
[০৭ ফেব্রুয়ারি, ২০১৫]