৮ এপ্রি, ২০১৪

একগুচ্ছ অনুবাদ [৩]

মনের দুঃখ হালকা করতে কারো কাঁধে মাথা রাখার কোন প্রয়োজন আপনার নেই যখন এই বিশাল জমিন রয়ে গেছে আপনার কপাল স্পর্শ করার জন্য। ~ জনৈক

 * * *
- ​আমরা খুব ভালো করে জানি, ফিলিস্তিনিদের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অপূর্ণ রয়ে যাবে। ~ নেলসন ম্যান্ডেলা


 * * *
একজন পুরুষের চরিত্র আপনি বুঝতে পারবেন সে কেমন নারীকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে তা দেখে। ~ জনৈক

 * * *
কখনো কখনো নিজ জীবনের পেছন দিকে ফিরে আপনি আল্লাহর কাছে শুকরিয়া করেন এই ভেবে যে আপনি এমন অনেক কিছু চেয়েছিলেন যা আল্লাহ আপনাকে দেননি, কিন্তু সেগুলো না পাওয়া আপনার জন্য সীমাহীন কল্যাণকর হয়েছে। ~জনৈক


 * * *
অতিরিক্ত দুশ্চিন্তা আপনার আগামীকালকের সমস্যাগুলোকে দূর করে দিবে না, কিন্তু আপনার আজকের শান্তিগুলোকে দূর করে দিবে। ~জনৈক

 * * *
চোখের পানিগুলো ঝরে গিয়ে চোখকে পরিষ্কার করে, আর পরিষ্কার করে আমাদের হৃদয়টাকেও। ~ ইয়াসমিন মোগাহেদ

 * * *
অনেকে মনে করেন ক্ষতচিহ্নগুলো কদাকার। কিন্তু আমি মনে করি ক্ষতচিহ্নগুলো অপূর্ব। তারা প্রমাণ রেখে যায় আপনি বেঁচে ছিলেন, ভালোবেসেছিলেন, শিখেছিলেন। -- ইয়াসমিন মোগাহেদ

 * * *
আমরা যখন কোন হারাম/অশ্লীল/অন্যায় কিছুর প্রেমে পড়ি এবং সেগুলোকে ভালোবাসতে থাকি, তখন আমরা হালাল এবং পবিত্রতাকে ভালোবাসার যোগ্যতা হারিয়ে ফেলতে থাকি। ~ আবদেল রাহমান মারফি


 * * *
আপনি যখন কোন যন্ত্রণার মাঝে থাকেন, মনে রাখবেন, আল্লাহ খুব ভালো করে জানেন তিনি আপনার জীবনে কী ঘটাচ্ছেন। ~ ইয়াসমিন মোগাহেদ

 * * *
অনেকে মনে করেন ক্ষতচিহ্নগুলো কদাকার।কিন্তু আমি মনে করি ক্ষতচিহ্নগুলো অপূর্ব। তারা প্রমাণ রেখে যায় আপনি বেঁচে ছিলেন, ভালোবেসেছিলেন, শিখেছিলেন। ~ইয়াসমিন মোগাহেদ

 * * *
আপনি যখন কিছু বলে ফেলেন, তখন তা আর আপনার অধিকারে থাকে না। সুতরাং আগামীতে যখন মুখ খুলবেন, তখন কথা বলার আগে তা মেপে নিয়ে বলুন নইলে মুখে ছিপি এঁটে দিন। ~ শাইখ আসিম আল-হাকীম

* * *
মুভিতে দেখা বিয়েগুলোর সাথে আপনার বিয়ের তুলনা করতে যাবেন না। মুভির বিয়েগুলো লিখেছে স্ক্রিন-রাইটাররা, আপনারটা লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা। ~ জনৈক

 * * *
জীবনের কোন মূহুর্তেই আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া এমন কোন ভালোবাসাতে জড়িয়ে পড়া উচিত নয় যা ছাড়া আমরা জীবনটাকে ধারণ করাই অসম্ভব হয়ে পড়ে। কেননা, এই 'ভালোবাসা' কোন ভালোবাসা নয় বরং তা এক ধরণের দাসত্ব যা কষ্ট ছাড়া আর কোন কিছুই দিবে না। ~ ইয়াসমিন মোগাহেদ

 * * *
এক ব্যক্তি অনেক বেশি দান করতেন তাই লোকে তাকে তা করতে নিষেধ করতো। তিনি উত্তর দিলেন: "যখন তুমি এক বাড়ি ফেলে অন্য বাড়িতে স্থানান্তর হও, তুমি কি আগের বাড়িতে কিছু ফেলে আসো?" ~ আসিম আল-হাকিম

 * * *
মানসিকভাবে সুস্থতা এবং ভারসাম্য বজায় রাখতে নির্জনে আপনার চরিত্র এবং প্রকাশ্যে আপনার আচরণগুলোর মাঝে একটা সঙ্গতি থাকা প্রয়োজন। আপনার নিজের কাছে এবং চারপাশের মানুষদের কাছে অকৃত্রিম হোন। ~হালেহ বানানি

 * * *
​​হোঁচট খাওয়া মানেই পড়ে যাওয়া নয়। ~ ম্যালকম এক্স