৮ এপ্রি, ২০১৪

​ মনের ​ জানালা মাঝে # ১১​


(১১২)
যিনি বিনয়ী, তিনি কখনো কোনভাবেই অসম্মানিত হন না। বরং তারা ক্ষণিক সময় নিজেদের প্রদর্শিত না করায় লোকের অন্তরে স্থায়ী ভালোবাসা লাভ করেন। মানুষ দীর্ঘ সময় পরে যখন কোন বিনয়ী মানুষের কথা ভাবে, তখন কেবলই শ্রদ্ধা অনুভব করে।

(১১৩)
তেমন কিছুই মনমতন পাইনি, তবুও দুনিয়ার জীবনে অনেক অনেক বছর কেটে গেছে কষ্টে হলেও, ক্ষণিকের আনন্দ হলেও। জান্নাতে সবকিছু পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো... ভাবলেই কেমন শিহরিত হই। আল্লাহ গুনাহ মাফের আশ্বাস দিয়েছেন, তাওবা কবুলের আশ্বাস দিয়েছেন, ভালো নিয়াত রেখে দোয়া করতে থাকলে পথ দেখাবেন -- এতকিছুর পরেও বাকিটা জীবন আল্লাহর জন্য কাটিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টাটায় কেন এত কমতি করি? হে আল্লাহ! আমাদেরকে পথ দেখান, আমাদের অন্তরকে দ্বীনের দিকে ঘুরিয়ে দিন...

(১১৪)
ফেসবুকে অনেকদিন একদমই না লগইন করার কল্যাণ সীমাহীন। সামাজিক নেটওয়ার্কে আমরা যা দেখি তার বেশিরভাগই বস্তাপচা আবর্জনা। অন্তরকে খুব বেশি অস্থির করে, অপ্রয়োজনীয় তথ্যে মস্তিষ্ককে ভরিয়ে দেয়...

(১১৫)
একটা মুসহাফ আর রিয়াদুস সলিহীনের সাথে কয়েকটা দিন একান্তে কাটানোর অনুভূতি মানুষমাত্রই উপলব্ধি করতে পারবেন। সুন্দর হোক আমাদের অন্তরগুলো, পরিচ্ছন্ন হোক আমাদের হৃদয়গুলো...

(১১৬)
পরিবার হতে পারে হৃদয় শীতল করা শান্তির, নয়ত হৃদয় উত্তপ্ত করা দুঃসহ যন্ত্রণার...

(১১৭)
অনেক সম্পর্ক নষ্ট হয় যখন আমরা পরস্পরের সঙ্গটুকুর চেয়ে ভুলত্রুটিগুলোর দিকেব বেশি মন দেই...

(১১৮)
আমি তো অন্য কেউ হতে পারতাম। অন্য কোন দেহে এই মন, অথবা অন্য কোন মনে এই দেহ...

(১১৯)
সুন্দর চিন্তাগুলো আমাদের হৃদয়কে সতেজ করে। 'খারাপ আছি, খারাপ হবে' এই চিন্তাগুলো আপনার অন্তরকে বিষাক্ত করে মেরে ফেলবে।

(১২০)
আপনি হয়ত অনেক কিছুই পারেন না। কিন্তু আপনি কিছু না কিছু কাজ খুব ভালো পারেন। সেটাই আপনার সম্পদ। সেটাকে ঘিরে আখিরাতের মুক্তির স্বপ্নে কাজ করুন।

(১২১)
প্রতিটি সকালই অকুন্ঠ কৃতজ্ঞতার। আরেকটি দিন দেখতে পাওয়ার, আরেকবার তাওবা করার, দোয়া করার, মাফ পাওয়ার সম্ভাবনায় ভরপুর সকাল। আলহামদুলিল্লাহ!

(১২২)
খুব বিশ্রাম নিতে ইচ্ছা করে। কিন্তু হায়! পূর্বেকার অনুকরণীয় মানুষগুলোর জীবনে তাকিয়ে বুঝি, বিশ্রাম তো কবরে পিঠ ঠেকানোর পরে যেন শান্তিমতন হয় আজীবন --সেই কারণেই এই জীবনে বিশ্রামের কথা ভুলে যাওয়া উচিত; সৎকাজের প্রসারে ও অন্যায়কে বন্ধের জন্য কাজ করা উচিত। নইলে, এখানে বিশ্রামটাও পুরোপুরি বিশ্রাম না, আর কবরের পরের জীবনটা হবে খুবই কষ্টের...

(১২৩)
যেসব ছেলেমেয়েদের খুব ভালো করে চিনি, তারা ফেসবুকে লোকের কাছে ফাপড় দিতে যখন বানোয়াট 'শো-অফ' করে, খুব ইচ্ছা করে সত্যটা বলে দিই। ধৈর্যধারণ করে তার সম্মান রাখি। কিছু কিছু শো-অফে লোকে হয়ত ভালো দিকেই অনুপ্রাণিত হচ্ছে। আর আল্লাহর কাছে দু'আ করি, আমার সবরের উসিলায় নিশ্চয়ই তিনি আমাকে একদিন পুরষ্কার দিবেন। এটা ভেবে তখন আমার অন্তর প্রশান্ত হয়...

(১২৪)
ফেসবুকের একই পাতায় কারো পিরিতির আলাপ, কারো বিয়ে, কারো ছ্যাবলা মন খারাপ, কারো কবিতাবিলাস, কারো দুঃখবিলাস, কোথাও টেনেহিঁচড়ে পিটিয়ে মুসলিম নিধন, কোথাও রক্তাক্ত লাশের উপরে পা দেয়া মানুষ, কোথাও ভাবের আলাপ...

হঠাৎ কষ্টে বুক মুচড়ে আসে নিজের অনুভূতির অসহায়ত্ব। হে আমার রব, শত গঞ্জনা আর আর্তির মাঝে আমার নিজেকে আপনার কাছেই সোপর্দ করলাম... আমার হৃদয়কে আপনি আপনার পছন্দের পথে পরিচালিত করুন। নিশ্চয়ই আপনার কাছে ফিরে যাওয়াই আমাদের জন্য সবচেয়ে বড় সত্য...

(১২৫)
জুমার খুতবা চলছে। বসেছি নিচতলার ভেতরের অংশের দরজাটার এক কাতার পেছনে। সামনে দরজাটার উপরে ঘড়িতে সময় দেখাচ্ছে, নিচের ডান কোনায় লেখা দেখতেসি, Dajjal Electronics..

দাজ্জালের কথা ভাবতেই বুক ধক করে উঠলো...
এরপর ভালো করে খেয়াল করে দেখলাম লেখা আছে, Digital Electronics।

রিয়াদুস সলিহীন চতুর্থ খন্ডের একদম শেষ দিকের হাদিসগুলো পড়ে দাজ্জালের ফিতনাহর ভয়ে রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটা প্রতিদিন প্রতি ওয়াক্তে পড়ার চেষ্টায় করছিলাম বিগত অনেকদিন যাবত। সেই চেষ্টারই একটা সাইড ইফেক্ট মনে হয় এটা... :P