২৯ ডিসে, ২০১৪

[গ্রন্থচারণ] সুবহে সাদিক : খুররম মুরাদ


আমরা কেউ একদিনে বদলে যেতে পারিনা। কত ভুল প্রতিদিন করি, কত যে পাপ করি। শয়তান এসে হাল ছাড়িয়ে দেয়ার জন্য কত যে কুমন্ত্রণা দেয়!! এই পৃথিবীর প্রতিটা মানুষেরই লক্ষ্য আদর্শ মানুষটির মতন হওয়া হলেও কেউ কোনদিন পুরোপুরি তেমন, হতে পারবে না। তাই কেউ কখনো *অ্যাবসোলিউট* ভালো মানুষ হতে পারবে না দুনিয়াতে, তাই তার আজীবনই বিনয়ী থাকতে হবে এই ভেবে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া তার ঢের দেরি।

আত্মার উন্নয়ন এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবার প্রথমে দরকার জীবনটার উদ্দেশ্য নির্ধারণ করা। জীবনের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর জন্যই আমাদের এই জীবন। সেই বিষয়টা যেই অবস্থাতেই আছি, সেই অবস্থাতেই নিজেকে বুঝানো। অর্থাৎ, জীবনটাকে অর্থবহ আর শান্তিপূর্ণ করতে হলে আল্লাহর পথে গিয়ে যেতে হবে, সেই জন্য দৃঢ় সংকল্প করতে হবে। হৃদয়ের যত্ন নিতে হবে, এই যত্ন তার বেড়ে ওঠা ও পরিপুষ্টির জন্য দরকার। আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার মাঝে রয়েছে সফলতা। যিনি হৃদয়কে পরিশুদ্ধ করতে পারেন, তিনি তো সত্যিকার সফল। আমাদের লক্ষ্য তো জান্নাত লাভ করা, আর তা অর্জন করা সম্ভব আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে। জান্নাত লাভ কোনভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া সম্ভব নয়। অন্যদিকে রব্বুল আলামীনের সন্তুষ্টি পেলেই জান্নাত অর্জন সম্ভব। তাই, যেভাবেই হোক, জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্যই হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। এতেই সফলতা, এতেই শান্তি, এতেই পরিতৃপ্তি...



তবুও, আমরা যখনই নিয়াত করি নিজেদেরকে উন্নত করার, তখনই শয়তান এসে আমাদেরকে বুঝাতে চায় যে আমরা তেমন ভালো নই, বরং অনেক খারাপ; সুতরাং, চেষ্টা করে আর লাভ কি? নিজেদেরকে উন্নত করার এই বিষয়টা তাই অনেক বড় একটা চ্যালেঞ্জ। আত্মিক উন্নতির জন্য পড়াশুনা করা দরকার। আত্মিক উন্নয়ন একটা পরিশীলিত চর্চা। হাল ছেড়ে দিলে হবে না, ক্রমাগত চেষ্টা করে যেতে হবে।

ইনশাআল্লাহ আমরা ক্রমাগত একজন ভালো মানুষ হবো। আমরা সবাইই দুর্বল, সবারই অনেক ভুল। আল্লাহ গাফুরুর রাহিম। যারা চেষ্টা করে, আল্লাহ তাদের দান করেন। আত্মিক উন্নতির এই প্রচেষ্টা তাই অপরিহার্য।  একটা বই পড়েছিলাম আত্মিক উন্নয়ন নিয়ে। বইটি খুবই চমৎকার।

অনুবাদটা ইংরেজিরটার মতন সাবলীল না হলেও সুন্দর; কারণ বইটাই সুন্দর। আমি আমার ছোট ভাই-বোনদের উপহার দিয়ে বইটি পড়া আবশ্যক ঘোষণা করেছি!!  স্পিরিচুয়াল পিউরিফিকেশন বা আত্মার পরিশুদ্ধি নিয়ে দারুণ একটা বই এটা!

বইটির বাংলা পিডিএফ এখনো পাইনি। ইংরেজিটা সম্পর্কিত ভিডিও এবং বইটির লিঙ্কসহ আরো তথ্য পেতে পারেন এখান থেকে - http://schoolofheart.blogspot.com/2012/03/in-early-hours-by-ustadh-khurram-murad.html

“উদ্দেশ্য বা নিয়ত হল আমাদের আত্মার মত অথবা বীজের ভিতরে থাকা প্রাণশক্তির মত। বেশীরভাগ বীজই দেখতে মোটামুটি একইরকম, কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে বেড়ে উঠে আর ফল দেওয়া শুরু করে তখন আসল পার্থক্যটা পরিস্কার হয়ে যায় আমাদের কাছে। একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে আমাদের কাজের ফলও তত ভালো হবে।” – উস্তাদ খুররম মুরাদ (রহিমাহুল্লাহ)

বিস্তারিত তথ্য
নাম: সুবহে সাদিক
ইংরেজি নাম: In The Early Hours
লেখক: উস্তায খুররম মুরাদ (রাহিমাহুল্লাহ)
প্রকাশক: বিআইআইটি।
মূল্য: ৮০ টাকা মাত্র।