২৮ জানু, ২০১৫

#WhoisMuhammad : আল্লাহ যাকে করেছেন সর্বোচ্চ সম্মানিত (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

​[আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি, তার বলে যাওয়া কথাগুলোকে বুকের ভেতরে নিয়ে কাজ করতে চেষ্টা করি। তিনি যা ভালো বলেছেন, তাকে ভালো মনে করে করতে চাই, অর্জন করতে চেষ্টা করি। তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার চেষ্টা করি। শার্লি হেবদো টাইপের যত নোংরামি নাটক মঞ্চস্থ হয় এই দুনিয়ায়, তা আমাদের এই পবিত্র চরিত্রের মানুষটি সম্মান ও ইজ্জতের প্রতি একটি আঁচড়ও দিতে পারে না। আমাদের ভালোবাসার মানুষটিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে আমার এই ক্ষুদ্রতম আয়োজন, যার অধিকাংশ কথা আমি 'রিয়াদুস সলিহীন' গ্রন্থের আলোকে লিখেছি।]

তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মর্যাদা আল্লাহ এমন উচ্চতায় স্থাপন করেছেন যে পৃথিবীর প্রতি প্রান্তরে প্রতিটি মূহুর্তে কোথাও না কোথাও তার দরুদ পাঠ হচ্ছে, মসজিদের সুউচ্চ মিম্বারগুলো থেকে আযানের ধ্বনিতে উচ্চারিত হচ্ছে -- "আশহাদু আন্না মুহাম্মাদুর রসূলুল্লাহ" (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoisMuhammad

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন একজন মানুষ যার কোন ফেসবুক, টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট ছাড়াই এই মূহুর্তে পৃথিবীর ১.৮ বিলিয়ন মানুষ ফলো করছে। #WhoIsMuhammad

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শিখিয়েছেন অপর ভাইয়ের সাথে হাসিমুখ থাকতে কেননা সেটাও একটি সাদাকাহ। #WhoIsMuhammad

বিভিন্ন সময় মিলে আল্লাহর নির্দেশে তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মোট ১১ জন স্ত্রী ছিলেন যাদের মাঝে কেউ ছিলেন বিধবা, কেউ তালাকপ্রাপ্তা এবং কেউ কুমারী। বয়সে তারা কেউ ছিলেন অনেক বড়, কেউ ছোট। কিন্তু তাদের কেউ কোনদিন তার কোন ব্যবহার/আচরণ নিয়ে অভিযোগ করেননি। সবার প্রতি তিনি সর্বোত্তম ব্যবহার করেছেন। তিনি পৃথিবীর বুকে উত্তম ও সুন্দর চরিত্রের শ্রেষ্টতম আদর্শ। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

আমরা তাকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালোবাসি আমাদের জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা ও আমাদের নিজেদের চাইতেও বেশি। #WhoIsMuhammad

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)  শিখিয়েছেন অন্যদেরকে বিপদে পড়তে দেখে আনন্দিত না হতে। #WhoIsMuhammad

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শিখিয়েছেন যেন একজন স্ত্রী অপর কোন নারীর শারীরিক সৌন্দর্য নিজের স্বামীর নিকট এমনভাবে বর্ণনা না করে, যেন সে তাকে সচক্ষে দেখছে। #WhoIsMuhammad

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শিখিয়েছেন আমরা যেন হয় ভালো কথা বলি, নয়ত চুপ থাকি।  #WhoIsMuhammad

তার হৃদয় ছিলো দয়া ও ভালোবাসাপূর্ণ। তিনি ছোট্ট শিশুদেরকে চুমু খেতেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন আমরা যদি পারস্পারিক ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে যেন একে অপরকে সালাম দেই। #WhoIsMuhammad

তিনি বলেছেন, আসল শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখে। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি মৃত্যুর সময় কোন দিনার-দিরহাম জাতীয় অর্থসম্পদ রেখে জাননি। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি কোন ভাইয়ের সাথে হাসিমুখ সাক্ষাৎ করার মতন ছোট কাজকেও অবজ্ঞা করতে নিষেধ করেছেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি পানি পান করার পর "আলহামদুলিল্লাহ" বলে আল্লাহর শুকরিয়া করতে শিখিয়েছেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি অট্টহাসি দিতেন না যাতে মুখগহবর দেখা যায়, তিনি সাধারণত মুচকি হাসতেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি যখন কথা বলতেন তখন খুব স্পষ্ট ও পরিষ্কার করে কথা বলতেন যা শ্রোতারা হৃদয়াঙ্গম করে নিতে পারতো। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি আমাদের হুকুম দিয়েছেন রোগীকে দেখতে যেতে ও জানাযায় শরীক হতে। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি আমাদের হুকুম দিয়েছেন দুর্বল ও বৃদ্ধকে সাহায্য করতে এবং মাযলুমকে সহায়তা করতে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি আমাদের হুকুম দিয়েছেনহাঁচি দানকারীর আলহামদুলিল্লাহ বলার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি বলেছেন, অযথা কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়ে গিয়েছে। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি বলেছেন অপর ভাইয়ের জন্য যেন সেটাই পছন্দ করি যা আমরা নিজেদের জন্য পছন্দ করি। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি আদেশ করেছেন প্রতিবেশীদেরকে কষ্ট না দিতে এবং মেহমানদের আদর-আপ্যায়ন করতে। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি এমনই মহান মানুষ ছিলেন যিনি নারীকে মাটির নিচে (জীবন্ত কবর দেয়া) থেকে এতটাই উপরে তুলেছেন যে তার ঘোষণায় নারীর (মায়ের) পায়ের নিচে (সন্তানের) জান্নাত চলে এসেছে। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা অপর একজন মুসলিম ভাইকে অবজ্ঞা না করি। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

কোন কিছু শুনে যাচাই-বাছাই ছাড়া অন্যদের কাছে বলে বেড়ানোকে তিনি সম্পূর্ণ নিষেধ করেছেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

গালিগালাজ ও অশ্লীল কথা বলা এবং অভিশাপ দেয়াকে তিনি মু'মিনদের কাজ নয় বলে ঘোষণা করেছেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoIsMuhammad

তিনি আমাদের লজ্জাশীল হতে বলেছেন এবং জানিয়েছেন লজ্জাশীলতার সবটুকুই কল্যাণময়। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoisMuhammad

তার বিছানা ছিলো চামড়ার তৈরি যাতে কিছু খেজুরের ছাল ভরে রাখা ছিলো। মুসলিমদের সর্বোচ্চ নেতা হবার পরেও এমনই ছিলো তার জীবন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoisMuhammad

তিনি সুসংবাদ ছড়াতে আদেশ করেছেন এবং পরস্পর ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে নিষেধ করেছেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoisMuhammad

পথের উপরে পড়ে থাকা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়াকে তিনি উৎসাহিত করেছেন। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoisMuhammad

১৪০০ বছর আগেও অনেকেই অপমান ও সম্মানহানি করতে চেয়েছিলো তাকে, কিন্তু তিনি এমনই মহান মানুষ যে তার সম্মান শুধুই বৃদ্ধি পায়। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)#WhoisMuhammad

সেই ১৪০০ বছর আগেই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বড় যুদ্ধের জন্য একজন কৃতদাসের সন্তান, মাত্র ১৯ বছর বয়সী উসামা বিন যায়িদকে বিশাল মুসলিম আর্মির প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। সেই উসামা ছিলেন কুচকুচে কালো এবং অত্যন্ত কম বয়সী যার বাহিনীতে ছিলো অনেক প্রবীণ-বয়ষ্ক-অভিজ্ঞ সাহাবী যারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) খুব কাছের মানুষ। কিন্তু তিনি প্রকৃত যোগ্যতার গুরুত্ব দিতেন এবং তার নেতৃত্ব ছিলো নিপুণ। সাদা-কালো চামড়ার ভেদাভেদ তিনি তার আদর্শ দিয়ে এভাবেই নিশ্চিহ্ন করেছিলেন। তিনি মানবতাকে করেছেন সম্মানিত। এমন কোন নেতা কোনদিন পৃথিবীতে ছিলো না, আসবেও না। তিনি বিশ্বজগতের প্রতি রাহমাতস্বরূপ 'রাহমাতাল্লিল আলামীন'। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) #WhoisMuhammad