আমার যেইসব ভাইয়েরা নতুন করে ইসলামকে আঁকড়ে ধরতে চাইছেন এবং সত্যিকার অর্থেই আল্লাহকেই কেবল খুশী করতে চান , তাদের জন্য ক্ষুদ্র একটা অনুরোধ -- দয়া করে নারীর পর্দা নিয়ে অনলাইন অফলাইনে একটা শব্দও লেখার আগে নিশ্চিত করুন নিজের চোখের সংযম।
নারীরা কখনো কোথায় কীভাবে কী আবৃত করবে, কী পরবে, কতটুকু খোলা রাখবে -- সেইটা নিয়ে গবেষণাপত্র পাঠ করার আগে চিন্তা করুন কোথায়, কীভাবে, কখন আপনি গায়ের মাহরাম নারীদের এড়িয়ে, সরিয়ে, দূরে থেকে নিজেকে সামলাতে পারবেন। নারীর দিকে দৃষ্টিনিবদ্ধ করার অনুমুতি কিন্তু আপনার নেই, তাই নিজেকে আগে পাপরাশি থেকে রক্ষা করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হিফাজত করুন।
টেলিভিশনে প্রচুর কমার্শিয়াল, কম্পিউটারে হিন্দি-ইংরেজি মুভি দেখে উঠে ফেসবুকে বসে অনেক মানুষ পোশাকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর রঙ নিয়ে কথা বলতেই পারে, আল্লাহই ভালো জানেন তাদের চোখ গায়ের মাহরাম নারীর দিকে আটকে থাকে... নাকি থাকে না। এই রামাদান মাসের বরকতময় সময়কে কাজে লাগিয়ে আল্লাহ আমাদের নিজেদের ব্যক্তিগত চরিত্রকে উন্নত করার তাওফিক দান করুন।
নারীরা কখনো কোথায় কীভাবে কী আবৃত করবে, কী পরবে, কতটুকু খোলা রাখবে -- সেইটা নিয়ে গবেষণাপত্র পাঠ করার আগে চিন্তা করুন কোথায়, কীভাবে, কখন আপনি গায়ের মাহরাম নারীদের এড়িয়ে, সরিয়ে, দূরে থেকে নিজেকে সামলাতে পারবেন। নারীর দিকে দৃষ্টিনিবদ্ধ করার অনুমুতি কিন্তু আপনার নেই, তাই নিজেকে আগে পাপরাশি থেকে রক্ষা করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হিফাজত করুন।
টেলিভিশনে প্রচুর কমার্শিয়াল, কম্পিউটারে হিন্দি-ইংরেজি মুভি দেখে উঠে ফেসবুকে বসে অনেক মানুষ পোশাকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর রঙ নিয়ে কথা বলতেই পারে, আল্লাহই ভালো জানেন তাদের চোখ গায়ের মাহরাম নারীর দিকে আটকে থাকে... নাকি থাকে না। এই রামাদান মাসের বরকতময় সময়কে কাজে লাগিয়ে আল্লাহ আমাদের নিজেদের ব্যক্তিগত চরিত্রকে উন্নত করার তাওফিক দান করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে