৩ ফেব, ২০১১

অশ্রুভরা চোখে প্রার্থনায় স্মরি তোমাদের

কেবল নিজেকে ঠেলে নিয়ে যেতে চাইছিলাম তাহরির স্কোয়ারে। অনেক মানুষ যেখানে একসাথে হয়েছে। নিশ্চিত মৃত্যুর শঙ্কা জেনেও যারা পিছু হঠছে না। বারবার মনে হচ্ছে এই রাতেও, মানুষগুলো ঘরবাড়ি ছেড়ে একদল গুন্ডা আর রক্তখেকো বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে...

কী তাদের আর্তি? শুধু মুক্তি চায় লোকগুলো। শ্বদন্ত বিশিষ্ট এক লোকের তিন দশকের দুঃসহ শোষণ থেকে মুক্তি। এই মুক্তি, এই স্বাধীনতার কী এক অদম্য টান!! লক্ষ লক্ষ লোককে বের করে নিয়ে পথেই রাত্রি যাপন আর মৃত্যুর হাতছানিও স্তব্ধ করতে পারেনা-- স্বাধীনতা তো এটাই!

জালিম মুবারাকের বিরুদ্ধে শ্লোগান দিয়ে এই সাধারণ মানুষগুলো যখন রক্তাক্ত হয়ে আসছে। শত সহস্র মাইল দূরে এক শহরের সুখের বাগানে এই ক্ষুদ্র আত্মা কেবলি অশ্রুপাত করে চলেছি। জানিনা কেন বুকের ভেতর দলা পাকিয়ে আসছে কষ্টগুলো, জানিনা কী অদ্ভূত ভালোবাসায় তোমাদের অনুভূতিগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে-- তবে আমি তোমাদের সাথে একাত্ম হয়ে আছি ভাই-বোনেরা! একাত্ম তো এক আত্মা হয়ে যাওয়া তাইনা? তাহরির স্কোয়ারে যেই অদম্য প্রেরণা তোমাদের আজ ঘরছাড়া করে ধরে রেখেছে--- সেই প্রেরণাকে আমি ভালোবাসি জানো? সেই স্বাধীনতাটাকে আমি বড্ড ভালোবাসি।

আমার এই পাপাত্মা যদি তোমাদের সাথে একাত্ম হয়-- তাতে কীইবা হবে বলো? জানি কিছুই হবে না। তবু যদি হয়! কারণ, তোমাদের অশ্রু আর অন্তরের চাওয়া নিশ্চয়ই আল্লাহর না দেখা হয়না। এই আমার চোখ জুড়ে ঝরঝর করে ঝরে যাওয়া অশ্রুগুলোর যদি একটু মূল্য থেকেও যায়-- যদি আমার প্রার্থনা তোমাদের কারও ক্ষতস্থানের রক্ত ঝরাটাকে অন্ততঃ বন্ধ করতো তাড়াতাড়ি-- তবু তো সার্থক আমি!

তোমাদের এই কষ্ট দূর হোক। এই ইতিহাস যেন বিশ্বজুড়ে মানুষ স্মরণ করে আগামীতে। জালিমদের বিরুদ্ধে কোন শান্তিকামী আত্মাও পারেনা একটা সময় চুপ করে থাকতে। যখন পেছনে যাবার আর পথ থাকে না-- তখন তো সামনেই পথ খুঁজে নিতে হয়! ভাইবোনেরা, তোমাদের মুক্তির জন্য প্রার্থনা করছি বিশ্বাস করো... বিশ্বাস করো আমার অন্তর মুচড়ে কান্না আসছে কেবল যখনি তোমাদের জায়গাটায় নিজেকে নিয়ে যাচ্ছি।

আল্লাহ তোমাদের সহায় হোন। আল্লাহ তোমাদের মুক্তি দিন। হে আল্লাহ, মজলুমের আর্তি আপনার কাছে পৌঁছায় সবার আগে। এই মানুষগুলোকে মুক্তি দিন, তাদের মুক্তি দিন আল্লাহ। আপনার রোশনীর আলোতে এই মানুষগুলোর অন্তর আর আগামী দিনগুলোকে উদ্ভাসিত করে দিন। আমার কষ্টটুকু তো আর আপনি ছাড়া কাউকে বলতে পারিনা...

------
০৩ ফেব্রুয়ারী ২০১১, রাত ০১:০৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে