[কথাগুলো বিভিন্ন অনলাইন উৎস থেকে সংগৃহীত ও অনূদিত]
* * *
আপনার জীবনের সুখ আপনার চিন্তার সৌন্দর্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। উত্তম, সুন্দর ও ইতিবাচক চিন্তা করুন।
* * *
কৃতজ্ঞতা
আরো বেশি প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত করে। জীবনে যা পেয়েছেন, তা নিয়ে
সন্তুষ্ট থাকুন। সেগুলো না পেলেও আপনার কিছু করার ছিলো না।
* * *
অন্ধকারে ডুবে গেলে আলোর মর্ম বুঝি আমরা। কঠিন সময়ের মুখোমুখি হলে টের পাই আমরা কতটা শান্তিতে ছিলাম। সবসময় কৃতজ্ঞ থাকা উচিত।
* * *
আমরা কখনো বন্ধু হারাই না। আমরা শিখি সত্যিকারের বন্ধু কে ছিলো....
* * *
বাস্তবতা হলো-- আল্লাহ দেখেন আমাদের অন্তরের অবস্থা, নিয়াত। দুনিয়ার মানুষ দেখে কোন কাজে আমাদের উপস্থাপনা, কীভাবে করি সেটা।
* * *
আল্লাহ আপনার জন্য যা নির্ধারিত রেখেছিলেন, শুধু তা-ই হয়েছে। এটা কোনভাবেই অন্যকিছু হবার কথা ছিল না।
* * *
জ্ঞানীদের আত্মবিশ্বাস কল্যাণময়, মূর্খদের আত্মবিশ্বাস ভয়ংকর বিপজ্জনক।
* * *
আল্লাহ জান্নাতে যা প্রস্তুত করে রেখেছেন তা আমাদের কল্পনার সীমার বাইরে শান্তিময়, মোহনীয়, সুন্দর। দুনিয়া তো গন্তব্য নয় আমাদের!
* * *
সবাই একটা ভুল কাজ করছে বলেই সেটা ঠিক কাজ হয়ে যাবে না। বেশিরভাগ লোক অন্যদের দেখাদেখি ভুল পথেই হাঁটে।
* * *
আল্লাহ আপনাকে পছন্দ করেন বলেই আপনি নামাজে দাঁড়াতে পারেন, তাকে স্মরণ করতে পারেন।
* * *
হে আমাদের রব! আমাদেরকে গজবপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হওয়া থেকে মুক্তি দিন। নিশ্চয়ই সমস্ত ক্ষমতা কেবলই আপনার।
* * *
যদি আপনি বিপদে পড়লেই কেবল সলাত আদায় করেন, তাহলে আপনি বিপদের মধ্যে আছেন।
* * *