ফেসবুকের মাধ্যমে আমার ব্যক্তি জীবনে কিছু প্রাপ্তি আছে বটে, কিন্তু ফেসবুক
থেকে সম্ভাব্য ক্ষতির কথা ভাবে যে পরিমাণ ভীতি আমার মাঝে কাজ করে তার
পরিমাণ বোধকরি অনেক অনেকগুণ বেশি। একটা জিনিস খুব ভয় হয়। তা হলো, সহজেই
যাচ্ছেতাই লেখা যায়। লিখতেই আছি, কমেন্টে, পোস্টে, ইনবক্সে -- যেন লেখাটা
কিছুই নয়। খুব অবহেলায় অনেক লিখেছি অনেক জায়গায় অনেক কিছু...
ফেসবুকের অনিয়ন্ত্রিত ব্যবহারে আমাদের মনগুলো কীভাবেই না পরিবর্তিত আর পথভ্রষ্ট হয়েছে। একটা কিছু হলেই ফেসবুকে পোস্ট দেয়ার একটা উদগ্র বাসনা ভিতরে কাজ করে। ছবি আপলোড করে লাইক আর কমেন্টেই যেন ফুটে উঠে আমার *গ্রহণযোগ্যতা* সবার কাছে কতটুকু, কিংবা আমরা দেখতে কতটুকু সুন্দর। একটা কিছু লিখেই অপেক্ষায় থাকি লাইক আর কমেন্টের। যেখানে উদ্দেশ্যগুলো হবার কথা আল্লাহর সন্তুষ্টি। খুব ক্ষীণ একটা লাইনের ওপারে আমাদের অজান্তেই সেটা হয়ে যায় কিছু লাইক আর কমেন্ট প্রাপ্তি...
একটা বড় ক্ষতি হলো, আমাদের অনুভূতিগুলোকে পানসে করে দেয়া। প্রতিটা জিনিসই যখন ফেসবুকে, তখন সামনাসামনি অনেকদিন/অনেকক্ষণ পর পাওয়া মানুষটার সাথে কথা/অনুভূতি ভাগাভাগির গভীরতাটা থাকেই না। অথচ আমি দ্বীনের শিক্ষাতে শিখেছিলাম, বিরতি দিয়ে দিয়ে ভাইদের সাথে মিলিত হতে এতে করে পারস্পারিক সম্প্রীতি বাড়বে।
আমরা সবাই ভেবে নিয়েছি আমাদের অভিমত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সমস্ত বিষয়ে লাগামহীন মন্তব্য, তর্ক, কুরূচিপূর্ণ শব্দ দিয়ে ভরিয়ে দিচ্ছি ইনবক্স/কমেন্টবক্স/পোস্টগুলো। আমাদের যোগ্যতা, জ্ঞানের গভীরতা এবং সেই সাথে সময়ের ব্যবহার কতটুকু 'ইফেক্টিভ' হচ্ছে সেই হিসেবে এইসব কাজ অকল্পনীয় ক্ষতিকর হয়ে যাচ্ছে। আখিরাতে জবাবদিহিতার বিষয়টা আমাদের ভাবায় না?
বাস্তব জীবনে কেউ বাঁকা কথা বললে সহ্য করে নিই আমরা, জানি কে কীভাবে আমাকে জানে। অনেক অপমানকে গায়ে না মাখলেও চলে। ফেসবুকে কেউ কাউকে কিছু বললে *উপযুক্ত শিক্ষা* না দিলে পেটের ভাত যেন চাউল হয়ে যাবে ভাব নিয়ে মাঠে নেমে পড়তে দেখেছি অনেককে। আল্লাহ মাফ করুন আমাদের। এমন কত বড় বড় অন্যায়ের অংশ হয়ে যাচ্ছি লাইক/শেয়ারের মাধ্যমে, কত সহজেই, ভেবে কি দেখেছি?
নিশ্চিত যে অনন্তকালের জীবন, তাকে জটিল বা ব্যর্থ করে দেয়ার এই অদ্ভুত আয়োজনে আমরা কত আগ্রহেই না যোগ দেই প্রতিদিন। ভালো কাজের সংখ্যা আমাদের এমনিতেই কম। লাইক/কমেন্ট/শেয়ারের লোভ, চ্যাটিং-এ মানুষের সাথে অনর্থক আলাপের আগ্রহ আমাদের কোথায় ঠেলে দিচ্ছে প্রতিদিন... ভেবে দেখেছি কি আপন মনে? আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে ক্ষমা করুন, সরল সঠিক পথে পরিচালিত করুন।
- এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দু'টি লিঙ্ক:
1. Faceboook : The Hidden Danger : Yasmin Mogahed http://www.suhaibwebb.com/society/entertainment/facebook-the-hidden-danger/
2. Fiqh of Facebook : http://www.suhaibwebb.com/society/media/the-fiqh-of-facebook/
২৩ নভেম্বর, ২০১৩
ফেসবুকের অনিয়ন্ত্রিত ব্যবহারে আমাদের মনগুলো কীভাবেই না পরিবর্তিত আর পথভ্রষ্ট হয়েছে। একটা কিছু হলেই ফেসবুকে পোস্ট দেয়ার একটা উদগ্র বাসনা ভিতরে কাজ করে। ছবি আপলোড করে লাইক আর কমেন্টেই যেন ফুটে উঠে আমার *গ্রহণযোগ্যতা* সবার কাছে কতটুকু, কিংবা আমরা দেখতে কতটুকু সুন্দর। একটা কিছু লিখেই অপেক্ষায় থাকি লাইক আর কমেন্টের। যেখানে উদ্দেশ্যগুলো হবার কথা আল্লাহর সন্তুষ্টি। খুব ক্ষীণ একটা লাইনের ওপারে আমাদের অজান্তেই সেটা হয়ে যায় কিছু লাইক আর কমেন্ট প্রাপ্তি...
একটা বড় ক্ষতি হলো, আমাদের অনুভূতিগুলোকে পানসে করে দেয়া। প্রতিটা জিনিসই যখন ফেসবুকে, তখন সামনাসামনি অনেকদিন/অনেকক্ষণ পর পাওয়া মানুষটার সাথে কথা/অনুভূতি ভাগাভাগির গভীরতাটা থাকেই না। অথচ আমি দ্বীনের শিক্ষাতে শিখেছিলাম, বিরতি দিয়ে দিয়ে ভাইদের সাথে মিলিত হতে এতে করে পারস্পারিক সম্প্রীতি বাড়বে।
আমরা সবাই ভেবে নিয়েছি আমাদের অভিমত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সমস্ত বিষয়ে লাগামহীন মন্তব্য, তর্ক, কুরূচিপূর্ণ শব্দ দিয়ে ভরিয়ে দিচ্ছি ইনবক্স/কমেন্টবক্স/পোস্টগুলো। আমাদের যোগ্যতা, জ্ঞানের গভীরতা এবং সেই সাথে সময়ের ব্যবহার কতটুকু 'ইফেক্টিভ' হচ্ছে সেই হিসেবে এইসব কাজ অকল্পনীয় ক্ষতিকর হয়ে যাচ্ছে। আখিরাতে জবাবদিহিতার বিষয়টা আমাদের ভাবায় না?
বাস্তব জীবনে কেউ বাঁকা কথা বললে সহ্য করে নিই আমরা, জানি কে কীভাবে আমাকে জানে। অনেক অপমানকে গায়ে না মাখলেও চলে। ফেসবুকে কেউ কাউকে কিছু বললে *উপযুক্ত শিক্ষা* না দিলে পেটের ভাত যেন চাউল হয়ে যাবে ভাব নিয়ে মাঠে নেমে পড়তে দেখেছি অনেককে। আল্লাহ মাফ করুন আমাদের। এমন কত বড় বড় অন্যায়ের অংশ হয়ে যাচ্ছি লাইক/শেয়ারের মাধ্যমে, কত সহজেই, ভেবে কি দেখেছি?
নিশ্চিত যে অনন্তকালের জীবন, তাকে জটিল বা ব্যর্থ করে দেয়ার এই অদ্ভুত আয়োজনে আমরা কত আগ্রহেই না যোগ দেই প্রতিদিন। ভালো কাজের সংখ্যা আমাদের এমনিতেই কম। লাইক/কমেন্ট/শেয়ারের লোভ, চ্যাটিং-এ মানুষের সাথে অনর্থক আলাপের আগ্রহ আমাদের কোথায় ঠেলে দিচ্ছে প্রতিদিন... ভেবে দেখেছি কি আপন মনে? আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে ক্ষমা করুন, সরল সঠিক পথে পরিচালিত করুন।
- এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দু'টি লিঙ্ক:
1. Faceboook : The Hidden Danger : Yasmin Mogahed http://www.suhaibwebb.com/society/entertainment/facebook-the-hidden-danger/
2. Fiqh of Facebook : http://www.suhaibwebb.com/society/media/the-fiqh-of-facebook/
২৩ নভেম্বর, ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানিয়ে যান লেখককে