১২ অক্টো, ২০১৫

রুমী কবিতা (পঞ্চদশ কিস্তি)




* * * * * * *
খোদা, সেখানে নিয়ে চলো
আমার আত্মাকে
যেখানে হয়ত শব্দ ব্যবহার না করেই
আমি কথা বলতে পারবো।
~ জালালুদ্দিন রুমী

* * * * * * *
তুমি যে অনুপ্রেরণা খুঁজছো হন্যে হয়ে
তা ইতোমধ্যেই তোমার মাঝেই রয়েছে।
চুপ করো আর কান পেতে শোনো।
~ জালালুদ্দিন রুমী

* * * * * * *
যখন আমরা মারা যাবো,
কবরের ফলকের মাঝে আমাদের খুঁজো না।
আমাদের খুঁজিয়ো মানুষজনের মাঝে।
~জালালুদ্দিন রুমী

* * * * * * *
একটা গাছের মত হও আর মরে যাওয়া পাতাগুলোকে ঝরে যেতে দাও।~জালালুদ্দিন রুমী

* * * * * * *
খোদার কাছে পৌঁছানোর অনেকগুলো পথ আছে। আমি বেছে নিয়েছি ভালোবাসা।~জালালুদ্দিন রুমী

* * * * * * *
আমাকে শক্ত করে আঁকড়ে ধরো।
আমি ভালোবাসা এবং আমি সবসময় তোমারই। ~জালালুদ্দিন রুমী

* * * * * * *
কিছুক্ষণের জন্য হলেও তোমার উচিত নৈঃশব্দের বাগানে একাকী পদচারণা করা।~জালালুদ্দিন রুমী

অর্ধেক পানিভর্তি গ্লাস নিয়ে যত কথা



অর্ধেক পানিপূর্ণ গ্লাসের কতটুকু ভর্তি অথবা খালি এই প্রশ্ন নিয়ে অনেকেই চিন্তিত। এই যেমন যারা নাকি বলে অর্ধেক পূর্ণ তারা নাকি অপটিমিস্ট, আর যারা বলে অর্ধেক শূণ্য তারা নাকি পেসিমিস্ট! অথচ একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, অর্ধেক খালি বলা ঐ ছেলেটি তার কাছে রিয়েল অপটিমিস্ট এবং স্বাপ্নিক কেননা সে ভেবেছে আরো অর্ধেক পানিতে গ্লাসটি পূর্ণ হতে পারতো।

আবার কেউ বলেন, অপটিমিস্ট আর পেসিমিস্ট যখন গ্লাসের কতটুকু ভরা বা খালি তা নিয়ে তর্ক করছিলো তখন অপরচুনিস্ট এসে পানিটুকু খেয়ে ফেলে গেছে।

খুব গুরুত্বপূর্ণ লেগেছে সেই মানুষটির কথা যিনি বলেছেন, গ্লাসটি কতটুকু ভারী। উত্তরে কেউ বললো হয়ত দু-আড়াইশো গ্রাম! তিনি বললেন, গ্লাসটির ওজন সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। যতই আপনি গ্লাসটি ধরে রাখবেন, ততই তার ওজন বাড়তে থাকবে। তাই গ্লাসটি বেশিক্ষণ ধরে রাখবেন না, নামিয়ে রেখে দিন।

জীবনের চিন্তাগুলোই এমন। যতই ভাববেন, ততই তারা আপনাকে ভারাক্রান্ত করে ফেলবে। একই চিন্তা তাই বেশিক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে করতে নেই। একই চিন্তা বেশি বেশি করলেই সমাধান আসে না, বরং তা মনকে অসুস্থ ও অসাড় করে ফেলে।  মনকে সুস্থ-সুন্দর রাখতে হলে চিন্তাগুলোকে পরিচ্ছন্ন ও গুছানো রাখা প্রয়োজন।

৪ অক্টো, ২০১৫

মনের জানালা মাঝে # ৩৮



(৩৯১)
অন্ধকার কখনো অন্ধকার দূর করতে পারে না, কেবল আলোই তা পারে... ঘৃণা কখনো ঘৃণা দূর করতে পারে না, কেবল ভালোবাসাই তা পারে।

(৩৯২)
অনেক সময় বন্ধুর মন খারাপ সারানোর একটা তাৎক্ষণিক উপায় হলো তাকে নিজের কষ্টের বিষয়গুলো বলা, এতে অনেক সময়ই তাদের কষ্ট লাঘব হয়ে যায়। #SadButTrue

(৩৯৩)
পড়ুয়া মানুষদের সাথে কথা বলতেই আনন্দ। তারা অনেক শব্দ ধারণ করেন, তাদের কাছে অনেক আইডিয়া পাওয়া যায়, অনেক সুন্দর অনুভূতি ও চিন্তার সাথে পরিচিত হওয়া যায়। বইপড়ুয়াদের কল্পনাশক্তি অন্যদের চেয়ে প্রখর হয়। কল্পনাশক্তি বৃদ্ধির অনেকগুলো উপায়ের অন্যতম প্রধান ও শ্রেষ্ঠ উপায় হলো গল্প পড়া। মানুষের জীবনকে, জীবনবোধকে জানা খুবই কল্যাণকর। বই পড়া তুলনাহীন কল্যাণময়, অভাবনীয় সুন্দর!

(৩৯৪)
জীবনে যত বড় ঘটনাই ঘটুক না কেন, বড় আশা হলো -- এই ব্যাপারটাও একসময় কেটে যাবে। কোন কিছুই স্থায়ী নয়, ভালো সময়ও নয়, খারাপ সময়ও নয়।

(৩৯৫)
আপনার মনটাতেই আছে সবকিছু। আপনি যা চিন্তা করবেন, তা-ই হয়ে যেতে থাকবেন।

(৩৯৬)
অসম্ভব বলতে কোন বাস্তব ঘটনা নেই। এটা একটা মতামত মাত্র।

(৩৯৭)
আপনি কতটা শক্তিশালী তা আপনি উপলব্ধি করতে পারবেন তখনই যখন শক্তিশালী হওয়া আপনার টিকে থাকার সংগ্রামের একমাত্র উপায়।

(৩৯৮)
ভালো হোক, খারাপ হোক... দিন থেমে থাকবে না, থাকে নি, থাকে না। লম্বা করে একটা নিঃশ্বাস নিন। এসব চিন্তা থাকুক। তেমন কিছুই যখন আমাদের হাতে নেই, চিন্তাটুকু কেন করি শুধু শুধু?


(৩৯৯)
"সাধারণ হওয়াটাই অসাধারণ"-- একথা মুখে বললেও বেশিরভাগ লোকই সাধারণ কাউকে অবহেলা ও তাচ্ছিল্যে দেখে। সম্ভবত, এই জন্যেই সাধারণ থাকাটা অসাধারণ। ~ ইফতেখার মাহমুদ

৩ অক্টো, ২০১৫

মনের জানালা মাঝে # ৩৭

 

(৩৮৪)
কখনো কখনো বের হয়ে যেতে হয় পথে, মুসাফির হয়ে। মুসাফিরের জীবন অভিজ্ঞতার। নানান রকমের অভিজ্ঞতা, অনুভূতি, জীবনবোধের মাঝেই তো পথচলা। জীবনটাই অমন অভিজ্ঞতা--কিছু ভালো, কিছু তিক্ত। কিন্তু অভিজ্ঞতা আমাদের তৈরি করে-- অজানাকে জানায়। মুসাফির হয়ে পথে প্রান্তরে ঘুরে ফিরে, নানান ধরণের মানুষের সাথে মিশে, মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা যায়।

পাওলো কোয়েলহোর 'দি আলকেমিস্ট' বইটিতে লেখক দেখিয়েছেন ছেলেটি যখন মিশরের উদ্দেশ্যে বের হয়ে আবার নিজ ভূমিতে ফিরে আসে-- দুই সত্ত্বার মাঝে বিস্তর ব্যবধান। ছেলেটি ট্রাভেল করে যা শিখেছিল তা তার জীবনকে, জীবনবোধকে বদলে দিয়েছিলো। আমাদের জীবনগুলোর ক্ষেত্রেও এমনটি হয়।

(৩৮৫)
খুব কষ্ট লাগছে কি? দ্যাটস দ্যা পয়েন্ট। দুনিয়াটাই এমন, অবিমিশ্র সুখে থাকার নাম দুনিয়া নয়। ঈমান থাকলে তার পরীক্ষাও থাকবে, তার পুরষ্কারও আছে। আরেকটু ধৈর্য ধরুন... এ সময়টা কেটে যাবে!

(৩৮৬)
প্রতিটি সূর্যোদয় আমাদের জন্য আরেকটি নতুন সম্ভাবনা নিয়ে আসে জীবনে। জীবনটাকে নতুন করে সাজানোর, ভুলগুলো শুধরে নেয়ার...

(৩৮৭)
আপনার যা পছন্দ করেন তা করতে পারা হলো স্বাধীনতা। আপনি যা করছেন তা পছন্দ করতে পারা হলো সুখ।

(৩৮৮)
আপনার যা পছন্দ করেন তা করতে পারা হলো স্বাধীনতা।
আপনি যা করছেন তা পছন্দ করতে পারা হলো সুখ।

(৩৮৯)
যখন যেখানে থাকি, তখন আসলে সেখানে থাকি না। পরে যখন পেছনে ফিরে দেখি, মনে হয় কেন আরো বেশি করে সেখানে থাকিনি তখন। ~ইফতেখার মাহমুদ

(৩৯০)
জানেন তো? মানুষ কিন্তু তার স্বপ্নের সমান বড়। আপনার স্বপ্ন কত বড়? আপনার স্বপ্নে আপনি কতটুকু সময়কে ধারণ করেন? কতজন মানুষ? আপনার হৃদয়টার ভেতরের শুভকামনা ও ভালোবাসারা কতটুকু জায়গা ধারণ করে?