২১ জানু, ২০১২

স্বপ্নবেলার ভালোবাসা

এক সুবিশাল সমাবেশের কথা হয়ত হঠাৎ করেই স্মরণ হয়
স্মরণ হয় চারিদিকে থাকা অজস্র মানুষদের কথা।
আমরা একসাথেই ছিলাম -- তারপর একে একে এলাম
কেউ আগে, কেউবা পরে এই মাটির পৃথিবীর স্পর্শে।

আমি বাবার পাশে বসে থেকে তার জীবনস্পন্দন অনুভব করি,
এই মানুষটির আদর্শ আর ভালোবাসায় আমার জীবনভোর ডুবে থাকা।
লোকে বলে, যেতে নাকি হবেই, চলে যাওয়াই নিয়ম।
আমি যেতে চাইনা বলে মায়ের হাতখানি চেপে ধরি কেন?

অথচ ফিরে যাওয়ার মাঝেই নাকি আসবার কারণ গেঁথে আছে।
চলে গেলে নাকি অনন্তের জীবন -- যার শুরু আছে, শেষ নেই।
সেই জগতের মুক্তির জন্য সুন্দরাত্মাদের অশ্রু ঝরে অহর্নিশি।
আমি সেই আত্মাদের ভালোবাসি, আমি তাদের সান্নিধ্য চাই অনাদিকালে।

ভালোবাসা মানে কি ভোগ করতে চাওয়া? যখন সবই তো নশ্বর আর ক্ষণস্থায়ী !
আমি বুঝি ভালোবাসা মানে বুকে জড়িয়ে থাকা, হৃদয় জুড়ানোর অনুভূতি।
আমি এই ভালোবাসার স্পর্শের ছড়িয়ে যাবো জগত থেকে অনন্তে
ফিরদাউসের বাগানে বাবা-মায়ের হাত ধরে ঘুরবো স্বপ্নময়তায়।

আমার স্বপ্নগুলো স্তব্ধ হয়না আর। আমার স্বপ্ন ফিরে আসে অতীত থেকে অনন্তে
আমার স্বপ্নেরা আঁকড়ে ধরে স্রষ্টার আলোতে উদ্ভাসিত আত্মার স্পর্শকে
স্বপ্নেরা ছড়িয়ে দিতে চায় ভালোবাসার আবীরা রাঙ্গা স্বপ্নলোকের সুন্দরকে
স্বপ্ন পাখা মেলে ভাই-বোন-বন্ধুদের নিয়ে কাটানো সুখের বেলাতে, আদনের বাগানে।

মধ্যরাত্রি। ঢাকা

১৩ জানু, ২০১২

টুকরো আলাপ: মজলুম ও জালিম

আমি নিজেকে আল্লাহর দাস বলে মনে করি। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহ কুরআনে যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে বলে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই পৃথিবীটা অল্প কিছুদিনের একটি নিবাস -- তারপর ফিরে যেতে হবে প্রবল প্রতাপশালী এবং আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছেই। এই জীবনের প্রতিটি ঘটনাই হতে হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশমতে। সেটি ঘুমানো, খাওয়া, লেনদেন থেকে শুরু করে কথাবার্তার শব্দচয়ন পর্যন্ত। আমি কখনই সহ্য করবনা, একজন মু'মিন হিসেবে আমাকে কী করতে হবে, তা শিখিয়ে দেবে একজন অবিশ্বাসী, ইন্দ্রিয়ভোগী ক্ষুদ্র জঘন্য আত্মার কোন মানুষ। আমি আল্লাহকে ভয় করি, আমি বিনম্র ও শান্তিকামী, কিন্তু আল্লাহর নাফরমানীর ব্যাপারে কঠোর। এটাই আমার পরিচয় বলে মনে করি।

৬ জানু, ২০১২

একটি নিউ ইয়ার এবং কিছু নতুনত্ব

একটা নতুন বছর চলে এলে চারপাশে সাড়া পড়ে যায়। বিশেষ করে কেন যেন ইংরেজি নতুন বছর এলে সবাই অনেক আনন্দিত থাকে, থার্টি ফার্স্ট নাইট পালন করে আর উইশে উইশে ভরে যায় ফেসবুকের ওয়াল, মেসেজ ইনবক্স, মেইলের ইনবক্স।  বন্ধু-ভাই-বোনদের সাথে দেখা হওয়ার পর প্রথমে সালাম দেয়ার আগেই সেদিন "হ্যাপি নিউ ইয়ার" শুনে  "টু ইউ ঠু" বা নিজেও "হ্যাপি নিউ ইয়ার" বলা ছাড়া যেন ভদ্রতা হয়না।

আমার কাছে সালাম দেয়াকে উহ্য রেখে এই অযথা তিনটি শব্দ উচ্চারণের কোন অর্থ হয়না। দেখা হলে সালামের কোন বিকল্পই খুঁজে পাইনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যেন আমরা জমীনের বুকে সালামকে প্রতিষ্ঠা করি। একটা দোয়া এই সালাম -- যা ভনিতা নয়, বরং সুন্দর করে 'আসসালামু আলাইকুম' উচ্চারণ করে অপরের জন্য শান্তি বর্ষণের দু'আ করা আমাদের বিশ্বাসের সংস্কৃতি --  যে সংস্কৃতি মহান আল্লাহর প্রতি নিজেদের আনুগত্য থেকে উৎসারিত আর প্রবাহিত।